ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

কোহলি-রোহিতের সেঞ্চুরি পাত্তা দিল না ক্যারিবীয়দের

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৪৭ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৮
কোহলি-রোহিতের সেঞ্চুরি পাত্তা দিল না ক্যারিবীয়দের কোহলি-রোহিতের সেঞ্চুরি পাত্তা দিল না ক্যারিবীয়দের-ছবি: সংগৃহীত

বিরাট কোহলি ও রোহিত শর্মার দুর্দান্ত সেঞ্চুরি পাত্তাই দিল না ওয়েস্ট ইন্ডিজের রান পাহাড়কে। প্রথমে ব্যাট করা ক্যারিবীয়রা ৮ উইকেট হারিয়ে ৩২২ করলে, ভাবা হচ্ছিল দারুণ করেছে সফরকারীরা। কিন্তু এত বড় সংগ্রহও ভারতের ৮ উইকেটের জয়, যেখানে ৪৭ বল বাকি ছিল, এতেই প্রমাণ করে ঘরের মাঠে তারাই সেরা।

রোববার গোহাটিতে পাঁচ ম্যাচ সিরিজের প্রথমটিতে মাঠে নামে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ। যেখানে টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে শিমরন হেটমায়ারের ঝড়ো সেঞ্চুরি ও ওপেনার কাইরন পাওয়েলে হাফসেঞ্চুরি ক্যারিবীয়দের বড় সংগ্রহ পাইয়ে দেয়।

৭৮ বলে ৬টি চার ও সমান ছক্কায় ১০৬ করেন হেটমায়ার।

৩২৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে বিরাট কোহলির ওয়ানডে ক্যারিয়ারের ৩৬তম ও রোহিত শর্মার ২০তম সেঞ্চুরিতে সহজেই জয় পায় ভারত। ১০৭ বলে ২১টি চার ও ২টি ছক্কায় ১৪০ রান করে কোহলি বিদায় নেন। তবে ১১৭ বলে ১৫টি চার ও ৮টি ছক্কায় ১৫২ রান করে অপরাজিত থাকেন ‘হিটম্যান’ খ্যাত রোহিত। তবে ম্যাচ সেরার পুরস্কার ওঠে কোহলির হাতে।

আগামী ২৪ অক্টোবর ভিসাখাপন্তমে সিরিজের দ্বিতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ২১৪২ ঘণ্টা, ২১ অক্টোবর, ২০১৮
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।