ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

সিকান্দার রাজাকে ফেরালেন অপু

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩০ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৮
সিকান্দার রাজাকে ফেরালেন অপু উইকেট পাওয়ার পর অপুর উদযাপন

টেইলরের বিদায়ের পর উইলিয়ামসকে দারুন সঙ্গ দিতে থাকা সিকান্দার রাজাকে (৪০) সৌম্য সরকারের ক্যাচে পরিণত করে স্বস্তি ফেরালেন নাজমুল ইসলাম অপু। ২২২ রানে চতুর্থ উইকেটের পতন ঘটে জিম্বাবুয়ের। ম্যাচে এটি অপুর দ্বিতীয় উইকেট।

টেইলরের সঙ্গে ১৩২ রানের জুটি গড়ে শুরুর ধাক্কা সামাল দেওয়ার পর সিকান্দার রাজাকে নিয়ে ৮৪ রানের জুটি গড়েছেন শন উইলিয়ামস। এই জুটি জিম্বাবুয়ের ইনিংস্কে ২০০ পার করে।

দলীয় ২২২ রানে অপুর বলে উঠিয়ে মারতে গিয়ে টাইমিং মিস করেন আর বল গিয়ে জমা হয় লং-অনে থাকা ফিল্ডার সৌম্য সরকারের হাতে। ৫১ বলে ২ চার আর ১ ছক্কায় ৪০ রান করে বিদায় নেন রাজা।

রাজা বিদায় নিলেও ১২৪ বল খেলে নিজের দ্বিতীয় ওয়ানডে সেঞ্চুরি তুলে নিয়েছেন শন উইলিয়ামস। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৪৬ ওভারে ৪ উইকেট হারিয়ে ২৫৭ রান তুলেছে জিম্বাবুয়ে। ৯ চারে ১০৯ রান করে অপরাজিত আছেন উইলিয়ামস। সঙ্গী পিটার মুর ১১ বলে ২ ছক্কায় ২০ রানে অপরাজিত।

এর আগে ক্রমেই বিপজ্জনক হয়ে উঠা জিম্বাবুয়ের অভিজ্ঞ ব্যাটসম্যান ব্র্যান্ডন টেইলরকে মুশফিকের ক্যাচে পরিণত করে ম্যাচে নিজের প্রথম উইকেট পান স্পিনার নাজমুল ইসলাম অপু। স্লপ সুইপ খেলতে গিয়ে মুশফিকের হাতে ক্যাচ তুলে দেওয়ার আগে ৭২ বলে ৮ চার আর ৩ ছক্কায় ৭৫ রানের ইনিংস খেলেছেন টেইলর।  

মাত্র ৬ রানে ২ উইকেট হারিয়ে ধুঁকতে থাকা জিম্বাবুয়েকে টেনে তুলেছেন অভিজ্ঞ ব্যাটসম্যান ব্র্যান্ডন টেইলর। সঙ্গী শন উইলিয়ামসকে নিয়ে ইনিংস মেরামতের কাজটা ভালোভাবেই করেছেন তিনি। এর মাঝে ৪৯ বলে ফিফটিও তুলে নেন টেইলর। ৫ চার আর ২ ছক্কায় সাজানো এই ইনিংস।

দলীয় ১৩৮ রানে তৃতীয় উইকেট হিসেবে অপুর শিকার হওয়ার আগে উইলিয়ামসের সঙ্গে ১৩২ রানের জুটি গড়ে শুরুর ধাক্কা সামাল দেন টেইলর। তার সঙ্গী উইলিয়ামসও তুলে নিয়েছেন দারুন এক ফিফটি।

ইনিংসের দ্বিতীয় ওভারে বল করতে এসে তৃতীয় বলেই জিম্বাবুয়ের ওপেনার চিপহাস ঝুয়াও বোল্ড করে প্রথম উইকেটের দেখা পান টাইগার অলরাউন্ডার সাইফউদ্দিন। স্ট্যাম্প সোজা বলে মিড উইকেটে মারতে গিয়ে বলের সুইং মিস করেন চিপহাস আর বল সরাসরি অফ-স্ট্যাম্প ভেঙে দেয়।

এরপর নিজের দ্বিতীয় ওভারেই উইকেটের দেখা পান আবু হায়দার। জিম্বাবুয়ের ওপেনার হ্যামিল্টন মাসাকাদজাকে সরাসরি বোল্ড করে জিম্বাবুয়ের দ্বিতীয় উইকেটের পতন ঘটান রনি। ইনিংসের তৃতীয় ওভারের চতুর্থ বলে রনির বলে কাট করতে গিয়ে টাইমিংয়ের গড়বড় করলে বল ব্যাটের কানায় লেগে বোল্ড হয়ে যান জিম্বাবুয়ের অধিনায়ক মাসাকাদজা (২)। মাত্র ৬ রানেই ২ উইকেট হারিয়ে বসে জিম্বাবুয়ে।

তিন ম্যাচ ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে আজ শুক্রবার (২৬ অক্টোবর) চট্টগ্রামের জহুর আহম্মেদ চৌধুরী স্টেডিয়ামে জিম্বাবুয়ের মুখোমুখি হয়ে টসে জিতে ফিল্ডিং বেছে নেয় বাংলাদেশ।

বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৮
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।