আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে যে কজন দর্শক ছিল সবাই বলতে গেলে পাকিস্তানের সমর্থক। তারাই মাতিয়ে রেখেছে পুরোটা সময়।
চতুর্থ ইনিংসে ব্যাট করতে নেমে তৃতীয় দিনে ইমাম-উল-হক ২৩ বলে ২৫ ও মোহম্মদ হাফিজ ২৫ বলে ৮ রানে অপরাজিত থাকেন। সোমবার (১৯ নভেম্বর) মাঠে নেমে মাত্র তিন রান যোগ করতেই ফিরে যান ইমাম। দলীয় ৪৪ রানে ফেরেন আরেক ওপেনার হাফিজও। এরপরই নিয়মিত বিরতিতে অল্প সংগ্রহেই ফিরতে থাকেন পাকিস্তানের ব্যাটসম্যানরা।
মাত্র ৪ রান করে দ্রুত মাঠ ছাড়েন হারিস সোহেইল। চতুর্থ উইকেটে আসাদ শফিককে সঙ্গে নিয়ে ৮২ রানের মহা গুরুত্বপূর্ণ জুটি গড়েতে সক্ষম হন আজহার আলি। দলীয় ১৩০ রানে ৪৫ রান করা শফিক ফিরে গেলেও এক পাশ আগলে রাখেন আজহার।
এর পর একে একে বাবর আজম ২১ বলে ১৩, অধিনায়ক সরফরাজ আহমেদ ৭ বলে ৩ রান করে ফেরেন। বিলাল আসিফ, ইয়াসির শাহ ও হাসান আলি ফেরেন কোনো রান না করেই। শেষ ব্যাটসম্যান হিসেবে নামা মোহাম্মদ আব্বাসকে নিয়ে দীর্ঘক্ষন উইকেটে কাটিয়ে মাত্র ৭ রান যোগ করতেই শেষ হয়ে যায় পাকিস্তানের ইনিংস।
১৭১ রানে অলআউট হয়ে যায় সরফরাজের দল। নিউজিল্যান্ডের হয়ে দুর্দান্ত বোলিংয় করে শেষ ইনিংসে ৫ উইকেট তুলে নেন আজাজ পাটেল। এছাড়া ইশ সোদি ও নেইল ওয়াগনার নেন দুটি করে উইকেট।
বাংলাদেশ সময়: ১৭০৪ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৮
এমকেএম