ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ম্যাচ জমিয়ে হারলো রংপুর

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১০ ঘণ্টা, জানুয়ারি ৫, ২০১৯
ম্যাচ জমিয়ে হারলো রংপুর ছবি: শোয়েব মিথুন/বাংলানিউজ

২০১৮ সালের বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল) গড়িয়েছে ২০১৯ সালে। শনিবার (৫ জানুয়ারি) থেকে মাঠে গড়ানো বিপিএলের ষষ্ঠ আসরের যতটা রোমাঞ্চ ছড়ানোর কথা শুরুর ম্যাচে ততটা ছড়াতে পারলো না বর্তমান চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স। ব্যাটসম্যানদের চরম ব্যর্থতায় রংপুরের সংগ্রহ দাঁড়ায় মাত্র ৯৮ রান। তবে ছোট লক্ষ্যের ম্যাচেও রোমাঞ্চ ছড়িয়ে ৩ উইকেটে হারলেন মাশরাফিরা।

ছোট লক্ষ্যে শুরুটাও খারাপ হয়নি চিটাগং ভাইকিংসের। তবে নিজের দ্বিতীয় ওভারে সদ্য সংসদ সদস্য হয়ে ক্রিকেটে ফেরা মাশরাফি বিন মর্তুজা ভাঙ্গেন ভাইকিংসের ওপেনিং জুটি।

দলীয় ১৫ রানে ক্যামেরন ডেলপোর্টকে ফেরান রংপুর অধিনায়ক।  

পাঁচ বছরের নিষেধাজ্ঞা শেষে প্রথমবারের মতো চিটাগং ভাইকিংসের হয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) মাঠে নামেন মোহাম্মদ আশরাফুল। বড় স্কোরের আশা থাকলেও মাত্র ৫ বল খেলে ৩ রানেই ফেরেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক এই অধিনায়ক। শফিউল ইসলামের বলে অ্যালেক্স হেলসের হাতে ক্যাচ দিয়ে ফেরেন তিনি।

ছবি: শোয়েব মিথুন/বাংলানিউজছোট লক্ষ্যের সামনে দাঁড়িয়েও উইকেট বিলাতে থাকে ভাইকিংসের ব্যাটসম্যানরা। মুশফিকুর রহিম এক প্রান্তে টিকে থাকলেও অপর প্রান্ত থেকে সিকান্দার রাজা ১৩ বলে ৩ রান ও ওপেনার মোহাম্মদ শেহজাদ ২৩ বলে ২৭ রান করে ফেরেন।

রংপুর অধিনায়ক মাশরাফি ও মোহাম্মদ মিঠুনের যৌথ চেষ্টায় রান আউট হন রাজা। বেনি হওয়েলের বলে এলবির ফাঁদে পড়েন শেহজাদ। ৭ বলে মাত্র ২ রান করে ফেরেন মোসাদ্দেক হোসেন সৈকত। রাইলি রুশোর হাতে ক্যাচ দিয়ে ফরহাদ রেজার বলে ফেরেন তিনি।

ছবি: শোয়েব মিথুন/বাংলানিউজছোট লক্ষ্য নিয়েও রংপুরের চেষ্টার কমতি ছিলো না মোটেই। মাশরাফির নেওয়া দ্বিতীয় উইকেটের পর কিছুটা চাপে পড়ে চিটাগং। ব্যক্তিগত ৪ ওভারের কোটার শেষ ওভারের তৃতীয় বলে নাঈম হাসানকে বোল্ড করে ফেরান মাশরাফি।  

এক প্রান্তে চিটাগংয়ের ঢাল হয়ে থাকা মুশফিক ফেরেন দলের দ্বিতীয় সর্বোচ্চ রান করে। ২৫ রান করে নাজমুল ইসলাম অপুর বলে হওয়েলের হাতে ক্যাচ দিয়ে ফেরেন তিনি।

এর আগে, টসে হেরে ব্যাটিং পাওয়া মোটেই সুখকর হয়নি বর্তমান চ্যাম্পিয়নদের। দুই ওভারেই নেই দুই উইকেট। তিন ওভারেই নেই তৃতীয় উইকেটও। নিয়মিত বিরতীতে এক জনের পথেই হাঁটেন অন্যজন।  

ছবি: শোয়েব মিথুন/বাংলানিউজএক পর্যায়ে ২৫রানে ৫ উইকেট হারিয়ে ধুকতে থাকে রংপুর। ব্যাট হাতে দাঁড়াতে পারেননি রংপুরের কোনো দেশি-বিদেশি ব্যাটসম্যানই। একাদশ জাতীয় সংসদের মাননীয় এমপি নির্বাচিত হয়ে প্রথমবার মাঠে নামা রংপুরের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাও এক পর্যায়ে ১০ বলে ২ রান করে ফিরে যান।  

ব্যাট হাতে রংপুরের হয়ে সর্বোচ্চ রান করেন ইংল্যন্ডের রবি ভোপারা (৪৪)। এছাড়া আর বলার মতো রান এসেছে শুধু সোহাগ গাজীর ব্যাট থেকে। দলের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ২১ রান করেন তিনি। এছাড়া বাকি সব ব্যাটসম্যানই ১০ অংকের নিচেই ফেরেন।

ছবি: শোয়েব মিথুন/বাংলানিউজটসে জিতে রংপুর রাইডার্সকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান চিটাগাং ভাইকিংসের অধিনায়ক মুশফিকুর রহিম। প্রথম ম্যাচে রংপুরের একাদশে নেই ক্রিস গেইল। রংপুরের আরেক তারকা  এবি ডি ভিলিয়ার্স দলের সঙ্গে যোগ দেবেন সিলেট পর্ব থেকে।

দুই দলের সর্বশেষ পাঁচবারের দেখায় ৩ ম্যাচে জয় পেয়েছে রংপুর রাইডার্স আর ২ ম্যাচে জয় পেয়েছে চিটাগাং ভাইকিংস।

বাংলাদেশ সময়: ১৬০৮ ঘণ্টা, জানুয়ারি ০৫, ২০১৯
এমকেএম/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।