ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

হঠাৎ অন্ধকার মিরপুর স্টেডিয়ামে

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৪৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০১৯
হঠাৎ অন্ধকার মিরপুর স্টেডিয়ামে ছবি: শোয়েব মিথুন

ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে শেরে বাংলা স্টেডিয়ামে ঘটেছে এক অদ্ভুত ঘটনা। জিম্বাবুয়ের ইনিংসের শেষ ওভারে বৈদ্যুতিক গোলযোগের কারণে পুরো স্টেডিয়ামের বিদ্যুৎ সংযোগ কিছুক্ষণের জন্য বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল।

স্টেডিয়ামের ৬টি ফ্লাড লাইট থেকে শুরু করে প্রেসবক্সসহ সবখানেই আলো চলে যাওয়ায় পুরো স্টেডিয়াম নেমে আসে অন্ধকার। এজন্য প্রায় ৭ মিনিট খেলা বন্ধ ছিল।

 

এদিকে শুরুতে ব্যাটিং করতে নেমে ‘অখ্যাত’ রায়ান বুর্লের ঝড়ো ফিফটিতে ১৮ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে ১৪৪ রান সংগ্রহ করেছে জিম্বাবুয়ে।

বাংলাদেশ সময়: ২১৪৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৯
আরএআর/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।