বিশ্বকাপের ব্যর্থতার পর শ্রীলঙ্কা সফরে ব্যর্থ ছিলেন। এরপর দীর্ঘ সময়ের জন্য বিশ্রামে যান তিনি।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চিকিৎসক দেবাশীষ চৌধুরী বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সাংবাদিকদের বলেন, ‘তামিমের ইনজুরিটা আমরা দেখেছি, অ্যাসেস করেছি। তার যেহেতু রিবে একটা ইনজুরি আছে রিবে ইনজুরি হিলে পটেনশিয়ালটা একটু পুয়োর অর্থাৎ এটা সাড়তে এটু সময় লাগে। অপাতত তামিমকে ব্যথা বাড়ে এমন কাজ করতে নিষেধ করা হয়েছে। ২৫ তারিখে ক্যাম্পে যোগ দিলে আবার অ্যাসেস করতে পারবো তামিমকে। এই অ্যাসেসমেন্টের ভিত্তিতেই আমরা ওর পরবর্তী মুভমেন্টাটা ঠিক করবো ওকে রেস্ট দেবো নাকি অ্যাকটিভিটিস গুলো চালিয়ে যেতে পারবে। ’
তবে ব্যথা বেশি হলে ভারত সফরে তামিম থাকবেন কিনা সেই প্রশ্নে বিসিবি’র চিকিৎসক বলেন, ‘আমরা লাস্ট যখন ওর অ্যাসেস করেছিলাম তখন ওর ব্যথা ছিল এবং ব্যাটিং করার মতো ফিট ছিল না। এসব ক্ষেত্রে দেখা যায় চার-পাঁচ দিন পর ব্যথাটা কমে যায়। ২৫ তারিখ ক্যাম্পে পেলে তাকে অ্যাসেস করবো আশা করি ব্যথাটা কমে যাবে। যদি ব্যথা কমে যায় তবে আমরা সামনের দিকে আগাবো আর ব্যথা বেশি হলে প্রথম কিছু দিনের জন্য ওকে রেসট্রিকশন দেওয়া হবে। ব্যথা একেবারে না কমলে দীর্ঘ মেয়দী পরিকল্পনায় যেতে হবে। তখন ভারতের বিপক্ষে সিরিজ না খেলারও সম্ভবনা রয়েছে। সেটা ২৫ তারিখে ক্যাম্প শুরুর পর বুঝতে পারবো। ’
ইনজুরির কারণে ইতিমধ্যে মোহাম্মদ সাইফউদ্দিন ভারত সফর থেকে ছিটকে গেছেন। আগামী নভেম্বরে তিন ম্যাচের টি-টোয়েন্টি ও দুটি টেস্ট খেলতে ভারতে যাবে বাংলাদেশ।
বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০২৯
আরএআর/এমএমএস