এদিকে ভারতীয় দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন মুম্বাইয়ের অলরাউন্ডার শিভম দুবে। এছাড়া ২০১৫ সালের জুলাইয়ের পর ফের দলে ফিরেছেন উইকেটরক্ষক-ব্যাটসম্যান সাঞ্জু স্যামসন।
টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে আগামী ৩ নভেম্বর থেকে, শেষ ৯ নভেম্বর। টি-টোয়েন্টিতে না থাকলেও দুই ম্যাচের টেস্ট সিরিজের দলে আছেন কোহলি। তবে ইনজুরির কারণে টেস্ট দল থেকে ছিটকে গেছেন জসপ্রীত বুমরাহ ও হার্দিক পান্ডিয়া।
টি-টোয়েন্টি স্কোয়াড: রোহিত শর্মা (অধিনায়ক), শিখর ধাওয়ান, কেএল রাহুল, সাঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), শ্রেয়াস আয়ার, মনীশ পান্ডে, ঋষভ পান্ত (উইকেটরক্ষক), ওয়াশিংটন সুন্দর, ক্রুনাল পান্ডিয়া, যুজবেন্দ্র চাহাল, রাহুল চাহার, দীপক চাহার, খলিল আহমেদ, শিভব দুবে, শার্দুল ঠাকুর।
টেস্ট স্কোয়াড: বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা, মায়াঙ্ক আগারওয়াল, চেতেশ্বর পূজারা, আজিঙ্কা রাহানে, হনুমা বিহারি, ঋদ্ধিমান সাহা (উইকেটরক্ষক), রবীন্দ্র জাদেজা, রবীচন্দন অশ্বিন, কুলদীপ যাদব, মোহাম্মদ শামি, উমেশ যাদব, ইশান্ত শর্মা, শুভমান গিল, ঋষভ পান্ত (উইকেটরক্ষক)।
বাংলাদেশ সময়: ১৮৩৬ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৯
এমএইচএম