ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

কৃত্রিম আলোয় গোলাপি বল নিয়ে ভাবছেন না বাংলাদেশ দলপতি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৪৮ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৯
কৃত্রিম আলোয় গোলাপি বল নিয়ে ভাবছেন না বাংলাদেশ দলপতি ছবি: সংগৃহীত

আগামীকাল ইন্দোরে হবে ভারত ও বাংলাদেশের মধ্যকার প্রথম টেস্ট। আর ২২ নভেম্বর কলকাতায় অনুষ্ঠিত হবে ঐতিহাসিক দিবারাত্রির দ্বিতীয় ও শেষ টেস্ট। শেষ ম্যাচটি খেলতে হবে ফ্লাডলাইটের কৃত্রিম আলোয়, গোলাপি বলে। প্রথম ম্যাচের আগে বাংলাদেশের দলপতি মুমিনুল হক জানালেন, প্রথমবারের মতো কৃত্রিম আলোয় গোলাপি বলে খেলাটা রোমাঞ্চকর হবে।

হলকার স্টেডিয়ামে বুধবার (১৩ নভেম্বর) সংবাদ সম্মেলনে মুমিনুল জানান, ‘গোলাপি বলে খেলা আমাদের জন্য নতুন একটা চ্যালেঞ্জ। সকলের জন্য এটা নিজেকে প্রমাণের মঞ্চ হতে পারে।

ভারতে আসার আগে ঢাকায় আমরা গোলাপি বলে কিছু সময় অনুশীলন করেছি। কিন্তু এখানে এখনও আমরা গোলাপি বলে অনুশীলনের সুযোগ পাইনি। প্রথম ম্যাচটি শেষ করি, তারপর সময় পাওয়া যাবে। ’

কৃত্রিম আলোয় গোলাপি বলে খেলা নিয়ে বাংলাদেশ দলপতি আরও যোগ করেন, ‘দেখুন এখনও হাতে সময় আছে। প্রথম ম্যাচ শেষে আর দ্বিতীয় ম্যাচ শুরুর আগে কিছুটা সময় পাব। আমি ঠিক জানি না গোলাপি বল কেমন আচরণ করে। এটার কোনো অভিজ্ঞতা নেই আমার। তাই জানি না এই বল কেমন মুভ করবে, কেমন সুইং করবে। আমি এই সমস্যা গুলো নিয়ে এখনই কিছু চিন্তা করছি না। কারণ ওগুলো আমাদের জন্য কোনো সমস্যা হওয়ার কথা নয়। আর পরবর্তীতে কবে গোলাপি বলে খেলার সুযোগ পাব সেটাও আমার জানা নেই। ’

সংবাদ সম্মেলনে ভাররেত দলপতি বিরাট কোহলি জানিয়েছেন, ভারতের জন্য বাঁহাতি পেসার মোস্তাফিজ হুমকি হতে পারে। তাকে নিয়ে বাড়তি সতর্কতার কথাও জানান কোহলি। বাংলাদেশ দলপতিকে মোস্তাফিজের একাদশে থাকার ব্যাপারে প্রশ্ন করা হয়ে তিনি জানান, ‘এটা টিম ম্যানেজমেন্টের ব্যাপার। আমরা এখনও একাদশ নিয়ে কোনো কথা বলিনি। এখনো দল নির্বাচন করা হয়নি। টস না হওয়া পর্যন্ত অপেক্ষা করুন। মোস্তাফিজ কালকে খেললে তখন জানতে পারবেন। ’

বাংলাদেশের টেস্ট দল:
সাদমান ইসলাম, ইমরুল কায়েস, সাইফ হাসান, মুমিনুল হক (অধিনায়ক), লিটন দাস, মুশফিকুর রহিম, মোসাদ্দেক হোসেন, মাহমুদউল্লাহ, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ মিঠুন, তাইজুল ইসলাম, নাইম হাসান, মোস্তাফিজুর রহমান, আল-আমিন হোসেন, আবু জায়েদ, এবাদত হোসেন।

বাংলাদেশ সময়: ১৮৪৮ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৯
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।