ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ওয়ানডেতে গাঙ্গুলী, টেস্টে কোহলি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৬ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৯
ওয়ানডেতে গাঙ্গুলী, টেস্টে কোহলি ছবি: সংগৃহীত

বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে নেমেছে স্বাগতিক ভারত। দলের অধিনায়ক এবং বিশ্বসেরা ব্যাটসম্যান বিরাট কোহলি ব্যাট হাতে দ্বিতীয় দিন উইকেটে গিয়ে কোনো রান করতে পারেননি। আবু জায়েদ রাহির দুর্দান্ত এক ডেলিভারিতে এলবির ফাঁদে পড়ে সাজঘরে ফেরেন কোহলি।

নিজের দ্বিতীয় বলে ‘ডাক’ মেরে বাংলাদেশের বিপক্ষে ভারতীয় কোনো টেস্ট দলপতি হিসেবে কোহলি প্রথমবার সাজঘরে ফিরেছেন। এর আগে আন্তর্জাতিক ক্রিকেটে ভারতীয় কোনো অধিনায়ক হিসেবে ‘ডাক’ মেরেছিলেন সাবেক দলপতি সৌরভ গাঙ্গুলী।

সেটা ওয়ানডে সংস্করণে। ২০০৪ সালে ওয়ানডেতে বাংলাদেশের বিপক্ষে শূন্য রানে আউট হয়েছিলেন সৌরভ গাঙ্গুলী।

শুক্রবার (১৫ নভেম্বর) ইন্দোর টেস্টের দ্বিতীয় দিন আবু জায়েদের ভেতরে ঢোকা বলে পরাস্ত হন কোহলি। বাংলাদেশের আবেদনে আম্পায়ার সাড়া না দিলে দলপতি মুমিনুল হক রিভিউ নেন। তাতে সাজঘরের পথ ধরতে হয় কোহলিকে। আন্তর্জাতিক ক্রিকেটে দ্বিতীয় ভারতীয় অধিনায়ক হিসেবে বাংলাদেশের বিপক্ষে ০ রানে আউট হলেন কোহলি।

বাংলাদেশের বিপক্ষে এর আগে ভারত খেলেছেন ৯টি টেস্ট। প্রথমবার ভারতীয় অধিনায়ক হিসেবে কোহলি ‘ডাক’ মারলেও এনিয়ে সাদা পোশাকে ১০ বার শূন্য রানে বিদায় নিলেন। টেস্ট ক্যারিয়ারের ১৪০তম ইনিংসে এসে দশমবার শূন্য রানে আউট হলেন তিনি। যা ভারতীয় কোনো ব্যাটসম্যানের জন্য দ্রুততম।

‘ডাক’ মারার দুই অঙ্কে পৌঁছাতে মহেন্দ্র সিং ধোনির লেগেছিল ১৪২ ইনিংস, টেন্ডুলকারের লেগেছিল ১৫২ ইনিংস, গুণ্ডাপ্পা বিশ্বনাথের লেগেছিল ১৫৩ ইনিংস, ভিভিএস লক্ষ্মণের লেগেছিল ১৫৯ ইনিংস আর সৌরভ গাঙ্গুলীর লেগেছিল ১৬৭ ইনিংস।

বাংলাদেশ সময়: ১৩৫৬ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৯
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।