ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

উন্মোচিত হলো বিপিএলের লোগো

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০১০ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৯
উন্মোচিত হলো বিপিএলের লোগো বিপিএল লোগো: ছবি-শোয়েব মিথুন

আগামী ১১ ডিসেম্বর থেকে মাঠে গড়াবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সপ্তম আসর। এবারের আসরটি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে করা হচ্ছে। বঙ্গবন্ধু’র জন্মশতবর্ষ উপলক্ষে বিশেষভাবে এই আসর আয়োজন করা হচ্ছে। শনিবার (১৬ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে বিপিএলের  লোগো উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন প্রধান অতিথি থেকে বিপিএলের লোগো উন্মোচন করেন। এছাড়াও প্রধান নির্বাচক, প্রধান নির্বাহী সহ বিসিবির উর্ধ্বতন কর্মকর্তাররা উপস্থিত ছিলেন।

বঙ্গবন্ধু বিপিএলের উদ্বোধন করা হবে আগামী ৮ ডিসেম্বর। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে উপস্থিত থেকে এবারের বিপিএল উদ্বোধন করবেন।  

১৭ নভেম্বর হবে প্লেয়ার ড্রাফট। ১১ ডিসেম্বর মাঠে গড়াবে বিপিএলের খেলা। এর আগে ৪ ডিসেম্বর উদ্বোধনী অনুষ্ঠান ও ৬ ডিসেম্বর বিপিএল মাঠে গড়ানোর কথা ছিল।  

বাংলাদেশ সময়ঃ ১৯০৯  ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৯
আরএআর/ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।