ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

মাঠে গড়াচ্ছে বঙ্গবন্ধু স্কুল ক্রিকেট টুর্নামেন্ট

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০৮ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০২০
মাঠে গড়াচ্ছে বঙ্গবন্ধু স্কুল ক্রিকেট টুর্নামেন্ট ছবি: বাংলানিউজ

২০ জানুয়ারি থেকে শুরু হবে জাতীয় স্কুল টুর্নামেন্ট। এই টুর্নামেন্টটি প্রতি বছরই আয়োজন করা হয়। তবে এবার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে টুর্নামেন্টের নাম বদলে রাখা হয়েছে ‘বঙ্গবন্ধু স্কুল ক্রিকেট টুর্নামেন্ট।’ 

শনিবার (১১ জানুয়ারি) মিরপুরের হোম অব ক্রিকেটে টুর্নামেন্টের লোগো উন্মোচন অনুষ্ঠান ও সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও গেম ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান খালেদ মাহমুদ সুজন, বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন ও পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান প্রাইম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী রাহেল আহমেদ।

সারা দেশের ৬৪টি জেলার মোট ৫৫৬টি স্কুলের প্রায় ১১ হাজার ১২০ জন ক্রিকেটার অংশ নেবে এই টুর্নামেন্টে। প্রতিযোগিতায় ৭০টি ভেন্যুতে মোট ৯৬৫টি ম্যাচ অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ১৯০৭ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০২০
আরএআর/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।