ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

তামিমকে উত্যক্ত করায় যুবক আটক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৬ ঘণ্টা, মার্চ ১, ২০২০
তামিমকে উত্যক্ত করায় যুবক আটক তামিম ইকবাল

সিলেট: তামিম ইকবালকে উত্যক্ত করায় এক যুবককে আটক করেছে পুলিশ। রোববার (০১ মার্চ) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যকার ম্যাচ চলাকালে এ ঘটনা ঘটে।

আটক যুবকের নাম হামিদুর রহমান এপ্লু (২৭)। তিনি সিলেটের বিয়ানীবাজারের ছোটদেশ গ্রামের এখলাছুর রহমানের ছেলে।

 

নগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (মিডিয়া) জেদান আল মুছা বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ইনিংসের মাঝামাঝি সময়ে ড্রেসিংরুমে ফেরার পথে তামিম ইকবালের সঙ্গে সেলফি উঠাতে চেষ্টা করে আটক যুবক। তাতে ব্যর্থ হয়ে সে তামিমকে উত্যক্ত করার পাশাপাশি গালিগালাজ করায় বিসিবি’র নিরাপত্তা টিম তাকে আটক করে এয়ারপোর্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করে। ’ 

তিনি জানান, সে তার দোষ স্বীকার করেছে। তাকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হতে পারে।

তবে সিলেট এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত (ওসি) এসএম শাহাদাত হোসেন বাংলানিউজকে বলেন, আটক যুবককে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়ার প্রক্রিয়া করছে বিসিবি। তাকে ছেড়ে দেওয়া হতে পারে।

বিসিবি’র মিডিয়া ব্যবস্থাপক রাবেদ ইমাম বাংলানিউজকে বলেন, তামিমকে উত্যক্ত করার কারণে এক দর্শককে আটক করে পুলিশে দেওয়া হয়।  

পরে তাকে ছেড়ে দেওয়া হয়েছে কিনা, এ বিষয়ে সুনির্দিষ্ট করে কিছু জানাতে পারেননি তিনি।

বাংলাদেশ সময়: ২০৪৫ ঘন্টা, মার্চ ০১, ২০২০
এনইউ/ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।