ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

টাইগারদের নতুন ট্রেনার নিকোলাস ট্রেভর লি

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৪ ঘণ্টা, মার্চ ১, ২০২০
টাইগারদের নতুন ট্রেনার নিকোলাস ট্রেভর লি নিকোলাস ট্রেভর লি

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নতুন ট্রেনার হিসেবে নিয়োগ পেয়েছেন নিকোলাস ট্রেভর লি। রোববার (০১ মার্চ) বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন। 

নিকোলাস ট্রেভরের সঙ্গে ৩ বছরের জন্য চুক্তি করেছে বিসিবি। ৩৭ বছর বয়সী এই ইংলিশ ফিজিও’র প্রায় এক দশক ট্রেনার হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে।

 

মারিও ভিল্লাভারায়ন দায়িত্ব ছেড়ে দেওয়ায় পর ট্রেভরকে নিয়োগ দেওয়া হলো হলো। সর্বশেষ শ্রীলঙ্কা জাতীয় ক্রিকেট দলের স্ট্রেন্থ এবং কন্ডিশনিং কোচের দায়িত্ব পালন করেন তিনি। এছাড়া ইংলিশ কাউন্টি দল সাসেক্সের স্ট্রেন্থ এবং কন্ডিশনিং কোচের দায়িত্ব পালনের অভিজ্ঞতা রয়েছে ট্রেভরের।

চলতি মাসেই বাংলাদেশ জাতীয় দলের দায়িত্ব নেবেন তিনি। ২০২৩ সালের এপ্রিলে শেষ হবে চুক্তির মেয়াদ।

বাংলাদেশ সময়ঃ ২১০৪ ঘণ্টা, মার্চ ০১, ২০২০
আরএআর/ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।