ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

করোনা: ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ স্থগিত

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৬ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০২০
করোনা: ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ স্থগিত ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ স্থগিত: ছবি-সংগৃহীত

বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের (কোভিড-১৯) কারণে স্থগিত হয়ে গেছে সব ধরনের ক্রিকেট আসর। ফের কবে মাঠে ব্যাট-বল হাতে ক্রিকেটারদের দেখা যাবে তা অনিশ্চিত। এমন পরিস্থিতিতে কোনো ধরনের ঝুঁকি নিতে অপারগ ক্রিকেটবোর্ডগুলো। এরইমধ্যে নিজেদের দেশে সব ধরনের ক্রিকেটে স্থগিতাদেশ বাড়িয়েছে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।

আগামী ০১ জুলাই পযর্ন্ত সব ধরনের ক্রিকেট আসর স্থগিত ঘোষণা করেছে ইসিবি। যার ফলে স্থগিত হয়ে গেছে ইংল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার সিরিজও।

০৪ জুন থেকে ক্যারিবিয়ানদের বিপক্ষে তিনটি টেস্ট খেলার সূচি ছিল জো রুট-ইয়ন মরগানদের। এরপর অস্ট্রেলিয়া, পাকিস্তান ও আয়ারল্যান্ডের বিপক্ষে খেলার কথা থাকলেও করোনার কারণে সব সূচি স্থগিত করা হয়েছে।  

২৫ জুন থেকে ভারতের বিপক্ষে ইংল্যান্ড নারী ক্রিকেট দলের সীমিত ওভারের সিরিজ খেলার কথা থাকলেও করোনার কারণে সেই সিরিজও স্থগিত করা হয়েছে।

আন্তর্জাতিক সূচি স্থগিত করা হলেও এখনও ঘরোয়া প্রতিযোগিতা স্থগিত করার ঘোষণা দেয়নি ইসিবি। ১২ এপ্রিল থেকে ঘরোয়া মৌসুম শুরুর কথা ছিল। তবে করোনার কারণে তা ২৮ মে পযর্ন্ত পিছিয়ে দেওয়া হয়েছে।  

সেই সঙ্গে আগামী বুধবার (২৯ এপ্রিল) ১৭ জুলাই অনুষ্ঠেয় ‘দ্য হান্ড্রেড’র উদ্বোধনী মৌসুম নিয়ে আলোচনায় দেশটির ক্রিকেট বোর্ড।  

জুলাই এবং সেপ্টেম্বরের মধ্যে সব ধরনের আন্তর্জাতিক ক্রিকেটের সূচি শেষ করার চিন্তা করছে ইসিবি।  

বাংলাদেশ সময়: ১৭৪৫ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০২০
ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।