ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

গেইল ঝড়ে কলকাতাকে হারাল পাঞ্জাব

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৯ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০২০
গেইল ঝড়ে কলকাতাকে হারাল পাঞ্জাব

এবারের আইপিএলে প্রথম ৭ ম্যাচে কিংস ইলিভেন পাঞ্জাবের হয়ে খেললেননি ক্রিস গেইল। আর এই সময় দলও জিতেছে মাত্র একটি ম্যাচ।

তবে ক্যারিবিয়ান তারকা আসার পর ৫ ম্যাচের সবকটিতেই জিতেছে লোকেশ রাহুলরা। এর প্রতিটিতেই অবদান ছিল গেইলের। নিজেদের শেষ ম্যাচে তো তার ঝড়ো ফিফটির ওপর ভর করেই জয় পেল পাঞ্জাব।

সোমবার শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে ক্রিস গেইল ও মানদীপ সিংয়ের হাফসেঞ্চুরিতে কলকাতা নাইট রাইডার্সকে ৮ উইকেটর বিশাল ব্যবধানে হারিয়েছে পাঞ্জাব। ১৫০ রানের লক্ষ্যে উদ্বোধনী জুটিতে ৪৭ রান তোলেন অধিনায়ক রাহুল ও মানদীপ। তবে বরুণ চক্রবর্তীর বলে ব্যক্তিগত ২৮ রানে ফিরে যান রাহুল।

তবে দ্বিতীয় উইকেট জুটিতেই প্রায় জয় নিশ্চিত হয়ে যায় পাঞ্জাবের। ১০০ রানের পার্টনারশিপ গড়েন মানদীপ ও গেইল। গেইল মাত্র ২৯ বলে ২টি চার ও ৫টি ছক্কায় ৫১ রান করে বিদায় নেন। মানদীপ ৫৬ বলে ৮টি চার ও ২টি ছক্কায় ৬৬ রানে অপরাজিত থাকেন।

টস হেরে এর আগে প্রথমে ব্যাট করতে নেমে ওপেনার শুবমান গিলেন হাফসেঞ্চুরি ও অধিনায়ক ইয়ন মরগানের ৪০ রানে ভর করে নির্ধারিত ওভার শেষে ৯ উইকেট হারিয়ে ১৪৯ রান তোলে কলকাতা। গিল ৪৫ বলে ৫৭ রান করেন। শেষ দিকে লোকি ফার্গুসন ১৩ বলে ২৪ করলেও বাকিদের কেউই দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি।

পাঞ্জাব বোলারদের মধ্যে মোহাম্মদ শামি সর্বোচ্চ ৩টি উইকেট নেন। দুটি করে উইকেট দখল করেন ক্রিস জর্ডান ও রবি বিষ্ণনয়ই।

দারুণ ব্যাট করার সুবাদে ম্যাচ সেরার পুরস্কার পান ক্রিস গেইল।

এদিকে এ জয়ে আসরের ৪ নাম্বারে উঠে এলো পাঞ্জাব। আর পাঁচে নেমে গেল কলকাতা।

বাংলাদেশ সময়: ১০৩৬ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০২০
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।