ঢাকা, শনিবার, ২৬ আশ্বিন ১৪৩২, ১১ অক্টোবর ২০২৫, ১৮ রবিউস সানি ১৪৪৭

ক্রিকেট

কিষান-সূর্যকুমার-তেওয়াতিয়া প্রথমবার ভারতের টি-টোয়েন্টি দলে

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৫৭, ফেব্রুয়ারি ২১, ২০২১
কিষান-সূর্যকুমার-তেওয়াতিয়া প্রথমবার ভারতের টি-টোয়েন্টি দলে কিষান-সূর্যকুমার-তেওয়াতিয়া

বিজয় হাজারে ট্রফিতে মারকুটে ৯৪ বলে ১৭৩ রানের ইনিংস খেলার পরই ভারতের টি-টোয়েন্টি দলে প্রথমবারের মতো ডাক পেলেন ইশান কিষান। ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের জন্য ঘোষিত ১৯ সদস্যের দলে এছাড়া প্রথমবার ডাক পেলেন সূর্যকুমার যাদব ও রাহুল তেয়াতিয়া।

ইনজুরির কারণে সৈয়দ মুশতাক আলী ট্রফি খেলতে না পারা মনিশ পান্ডে, সঞ্জু স্যামসন ও মায়াঙ্ক আগারওয়াল বাদ পড়েছেন। অভিজ্ঞ পেসার জাসপ্রিত বুমরাহও নেই ইংলিশদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দলে। তবে ২০১৮ সালের পর প্রথমবার সাদা বলের ক্রিকেটে ফিরেছেন অক্ষর প্যাটেল।

২০২০ আইপিএলে ইনজুরিতে পড়া পেসার ভুবনেশ্বর কুমার ফিট হয়ে দলে ফিরেছেন। সহ-অধিনায়ক রোহিত শর্মা ও লেগ স্পিনার বরুণ চক্রবর্তীও ফিরেছেন। চোটে পড়ায় তিনজনই যেতে পারেননি গত অস্ট্রেলিয়া সফরে।

আগামী ১২ মার্চ শুরু হবে ভারত-ইংল্যান্ডের পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। পরের চার ম্যাচ ১৪, ১৬, ১৮ ও ২০ মার্চ। সব গুলো ম্যাচই হবে আহমেদাবাদে।

ভারতের টি-টোয়েন্টি দল: বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা, লোকেশ রাহুল, শিখর ধাওয়ান, শ্রেয়াস আইয়ার, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া, ঋশভ পন্থ (উইকেটরক্ষক), ইশান কিষান, যুজবেন্দ্র চাহাল, বরুণ চক্রবর্তী, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, রাহুল তেওয়াতিয়া, থাঙ্গারাসু নাটরাজন, ভুবনেশ্বর কুমার, দীপক চাহার, নবদীপ সাইনি, শার্দুল ঠাকুর।

বাংলাদেশ সময়: ১৩৫৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০২১
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।