ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

কুইন্সটাউনে টাইগারদের রোমাঞ্চকর দিন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৫ ঘণ্টা, মার্চ ১৩, ২০২১
কুইন্সটাউনে টাইগারদের রোমাঞ্চকর দিন ছবি: সংগৃহীত

ক্রিকেট খেলাটাই রোমাঞ্চকর। নিত্যই এমন রোমাঞ্চ আর উত্তেজনার সঙ্গে সাক্ষাৎ হয় ক্রিকেটারদের।

ব্যাট-বলের সেই লড়াইয়ে নামার আগে বাংলাদেশের ক্রিকেটাররা একটি দিনের ছুটিতে মাতলেন অন্য এক রোমাঞ্চে।  

শনিবার সারাদিন নিউজিল্যান্ডের চোখধাঁধানো সৌন্দর্য অবলোকন করার পাশাপাশি বাঞ্জি জাম্প, জেট বোটে পানিতে গুলির বেগে ছুটে চলার মতো রোমাঞ্চর মুহূর্ত কাটিয়েছে টাইগাররা। তবে এত রোমাঞ্চ আর আনন্দের মাঝে মাঠের আসল লড়াইয়ের ভাবনাও ছিল।  

নিউজিল্যান্ডে পৌঁছেই ১৪ দিনের কোয়ারেন্টিনে থেকেছে টাইগাররা। এরপর ধীরে ধীরে শুরু হয়েছে দলীয় অনুশীলন। তাই এবার মানসিক প্রশান্তির সুযোগ পেয়ে বেজায় খুশি রুবেল-তাসকিনরা। এরপর বেশকিছু ছবি ও ভিডিও বার্তার মাধ্যমে সমর্থকদের সঙ্গে নিজেদের অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন তারা।  

নিউজিল্যান্ডের কুইন্সটাউন শুধু সৌন্দর্যের লীলাভূমিই নয়, এখানকার ক্রিকেটীয় সুযোগ-সুবিধাও অনেক। এ ব্যাপারে তরুণ অলরাউন্ডার আফিফ হোসেন বলেন, ‘কোয়ারেন্টিনের পর এরকম ভালো প্র্যাকটিসের সুবিধা পেয়েছি। আমাদের প্রস্তুতিতে এটা সহায়তা করছে। যে ধরনের উইকেট আমরা পাচ্ছি, গতকাল আমরা সেন্টার উইকেটে প্র্যাকটিস করেছি। আশা করি এসব আমাদের প্রস্তুতির জন্য অনেক কাজে দেবে। '

কুইন্সটাউনের সবকিছুই বেশ উপভোগ করছেন নাঈম শেখ। এখানকার উইকেট নিয়েও বেশ স্বস্তি ঝরে পড়লো এই টপ অর্ডার ব্যাটসম্যানের মুখ থেকে, ‘ক্রাইস্টচার্চে ৭ দিন কোয়ারেন্টিনে থেকে প্র্যাকটিস করেছি আমরা। ওখানকার উইকেটের চেয়ে এখানে উইকেট কমফরটেবল, আমার কাছে একটু সহজ মনে হচ্ছে। এখানে উপভোগ করার চেষ্টা করছি। এর আগে এখানে এসেছি। আমার জন্য এই আবহাওয়া, পরিস্থিতি সব কমফরটেবল। আমি উপভোগ করছি। '

রোমাঞ্চকর বাঞ্জি জাম্পের ভিডিও শেয়ার করেছেন তাসকিন আহমেদ। মনকে চাঙা রাখতে মাঠের বাইরে এমন আনন্দময় সময় কাটানো জরুরি ছিল বলে মত তাসকিন আহমেদের। তিনি বলেন, ‘১৪ দিনের কোয়ারেন্টিন আমাদের জন্য ভিন্ন একটা অভিজ্ঞতা ছিল। ওটা শেষ করে আমরা এর মধ্যে ২ দিন অনুশীলন করেছি। প্র্যাকটিস সুবিধা ও অনেক কিছুই এখানে অনেক সুন্দর। আজকে আমাদের অফ ডে ছিল, দলের সবাই কিছু ফান অ্যাক্টিভিটিজ করলাম। খুব ভালো লাগছে। আশা করি সামনেও ভালো যাবে। '

আগামী ২০ মার্চ ডানেডিনে হবে প্রথম ওয়ানডে। পরের দুই ম্যাচ যথাক্রমে ক্রাইস্টচার্চ ও ওয়েলিংটনে, ২৩ ও ২৬ মার্চ। ক্রাইস্টচার্চে ১৪ দিনের কোয়ারেন্টিন শেষে পাঁচ দিনের ক্যাম্প করতে বুধবার কুইন্সটাউনে পৌঁছেছে বাংলাদেশ দল।

বাংলাদেশ সময়: ২১২৬ ঘণ্টা, মার্চ ১৩, ২০২১
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।