ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

কোয়ারেন্টিন এড়াতে একটি টি-টোয়েন্টি না খেলেই দেশে ফিরছে আইরিশরা

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০১ ঘণ্টা, মার্চ ১৪, ২০২১
কোয়ারেন্টিন এড়াতে একটি টি-টোয়েন্টি না খেলেই দেশে ফিরছে আইরিশরা

দেশে ফিরে ১৪ দিনের কোয়ারেন্টিন এড়াতে সূচিতে পরিবর্তন এনে আগেই বাংলাদেশ ছাড়ছে আয়ার‌ল্যান্ড ‘এ’ দল।

মূল সূচিতে বাংলাদেশ ইমার্জিং দলের বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলার কথা ছিল আইরিশদের।

তবে একটি ম্যাচ না খেলেই দেশে ফিরছে তারা।

এই ম্যাচ দুটি খেলার কথা ছিল আগামী বুধ ও বৃহস্পতিবার। কিন্তু এখন একটিই টি-টোয়েন্টি হবে, মঙ্গলবার।

ক্রিকেট আয়ারল্যান্ড শনিবার সংবাদ বিজ্ঞপ্তিতে এই পরিবর্তনের কথা জানায়।

বাংলাদেশ সফরে আসা আইরিশ ক্রিকেটারদের বেশ কজনকে সম্প্রতি সংযুক্ত আরব আমিরাত সফরে কোয়ারেন্টিনে থাকতে হয়েছে। সামনেও সিরিজ আছে। তাই তাদের মানসিক ধকল আর বাড়াতে চায় না বলেই বিসিবির কাছে সূচিতে পরিবর্তনের অনুরোধ জানায় আইরিশদের বোর্ড। বিসিবিও সায় দেয়।

বাংলাদেশ সফরে ১টি চারদিনের ম্যাচ ও ৪টি একদিনের ম্যাচ খেলেছে দুই দল। পঞ্চম একদিনের ম্যাচ মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে রোববার মাঠে গড়িয়েছে।

বাংলাদেশ সময়: ১২০০ ঘণ্টা, মার্চ ১৪, ২০২১
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।