ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ভারত-ইংল্যান্ড সিরিজে আর দর্শক নয়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২১ ঘণ্টা, মার্চ ১৬, ২০২১
ভারত-ইংল্যান্ড সিরিজে আর দর্শক নয় নরেন্দ্র মোদি স্টেডিয়াম/ছবি: সংগৃহীত

চলতি ভারত-ইংল্যান্ড টি-টোয়েন্টি সিরিজের বাকি ম্যাচগুলোতে আর গ্যালারি ভর্তি দর্শক দেখা যাবে না। করোনা ভাইরাসের প্রকোপ বেড়ে যাওয়ায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

 

সোমবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে গুজরাট ক্রিকেট অ্যাসোসিয়েশন।

টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচ এরইমধ্যে মাঠে গড়িয়েছে। দুই ম্যাচেই স্টেডিয়ামে ভরপুর দর্শক ছিল। কিন্তু ভারতে করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় নতুন সিদ্ধান্ত গৃহীত হয়েছে। ফলে তৃতীয় ম্যাচ থেকেই নরেন্দ্র মোদি স্টেডিয়ামে দর্শকের আসন ফাঁকা থাকবে।

ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) সঙ্গে আলোচনা শেষে দর্শকশূন্য মাঠে বাকি দুই ম্যাচ আয়োজনের সিদ্ধান্ত গ্রহণের পাশাপাশি দর্শকদের টিকিটের মূল্যও ফেরত দেওয়া হবে। আজ তৃতীয় ম্যাচের পর আগামী ১৮ ও ২০ মার্চ অনুষ্ঠিত হবে সিরিজের বাকি দুই ম্যাচ।  

বাংলাদেশ সময়: ১৮২১ ঘণ্টা, মার্চ ১৬, ২০২১
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।