ঢাকা, মঙ্গলবার, ৩০ আষাঢ় ১৪৩২, ১৫ জুলাই ২০২৫, ১৯ মহররম ১৪৪৭

ক্রিকেট

চেন্নাইকে হারিয়ে প্লে অফে রাজস্থানও

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০:৩৪, মে ২১, ২০২২
চেন্নাইকে হারিয়ে প্লে অফে রাজস্থানও

জিতলেই প্লে অফ নিশ্চিত হতো রাজস্থান রয়্যালসের। কাজটা ঠিকভাবেই করল দলটি।

চেন্নাই সুপার কিংসকে হারিয়ে এবারের আইপিএলের এলিমেনেটর খেলা নিশ্চিত করেছে সাঞ্জু স্যামসনের দল।

ব্র্যাবোর্ন স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটিতে ৫ উইকেটে জয় পেয়েছে রাজস্থা। আগে ব্যাট করতে নেমে চেন্নাইয়ের শুরুটা ভালো হয়নি। ৬ বলে ২ রান করেই আউট হন ওপেনার ঋতুরাজ গায়কোয়াড়। আরেক উদ্বোধনী ব্যাটার ডেভেন কনওয়েও ১৪ বলে ১৬ রানের বেশি করতে পারেননি।

এই দুজনের বিদায়ের পর চেন্নাইকে একাই টানেন মঈন আলী। ১৩ চার ও ৩ ছক্কায় ৫৭ বলে ৯৩ রান করে আউট হন এই ব্যাটার। ২৮ বলে ২৬ রান আসে মহেন্দ্র সিং ধোনির ব্যাটে। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৫০ রানের বেশি করতে পারেনি চেন্নাই। রাজস্থানের পক্ষে ২ উইকেট করে নেন ইউজবেন্দ্র চাহাল ও ওবেড ম্যাকাই।

জবাব দিতে নেমে খুব একটা বেগ পেতে হয়নি রাজস্থানকে। ৮ চার ও ১ ছক্কায় ৪৪ বলে ৫৯ রান করেন ওপেনার যাসওয়াল, ২৩ বলে ৪০ রান আসে রবীচন্দ্রন অশ্বিনের ব্যাটে। দুই বল আগেই জয় নিশ্চিত করে রাজস্থান।

বাংলাদেশ সময়: ০০৩৪ ঘণ্টা, মে ২১, ২০২২
এমএইচবি/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।