ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৭ ঘণ্টা, জুলাই ৩০, ২০২২
টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে মুখোমুখি বাংলাদেশ ও জিম্বাবুয়ে। শনিবার (৩০ জুলাই) হারারে স্পোর্টস ক্লাবে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে জিম্বাবুয়ের অধিনায়ক ক্রেইগ এরভিন।

নতুন অধিনায়ক হিসেবে নুরুল হাসান সোহানের শুরুটা হলো ফিল্ডিং দিয়েই।  

পরিসংখ্যানে সর্বশেষ সাত টি-টোয়েন্টিতে জিম্বাবুয়ের বিপক্ষে ছয়টিতেই জয় পেয়েছে বাংলাদেশ। তবে নিজেদের শেষ টি-টোয়েন্টি ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে হারতে হয় তাদেরকে। এবার নতুন অধিনায়কের অধীনে সেই হার কাটিয়ে ওঠার লড়াইয়েই নামছে টাইগাররা।

বাংলাদেশ একাদশ: লিটন দাস, এনামুল হক বিজয়, নাজমুল হোসেন শান্ত, মুনিম শাহরিয়ার, মোসাদ্দেক হোসেন, আফিফ হোসেন, নুরুল হাসান সোহান, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম।

জিম্বাবুয়ে একাদশ: রেগিস চাকাভা, ক্রেইগ আরভিন, ওয়েসলি মাধেভেরে, শন উইলিয়ামস, সিকান্দার রাজা, মিল্টন শুম্বা, রায়ান বার্ল, লোক জঙ্গয়ে, ওয়েলিংয়টন মাসাকাদজা, রিচার্ড এনগারভা ও টানাকা চিভাঙ্গা।

বাংলাদেশ সময়: ১৬৪৭ ঘণ্টা, জুলাই ৩০, ২০২২
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।