ঢাকা, সোমবার, ২২ বৈশাখ ১৪৩২, ০৫ মে ২০২৫, ০৭ জিলকদ ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

পৌনে ২ কেজি স্বর্ণ উদ্ধার বিমানবন্দরে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:১১, জানুয়ারি ২৪, ২০২৩
পৌনে ২ কেজি স্বর্ণ উদ্ধার বিমানবন্দরে ছবি: সংগৃহীত

চট্টগ্রাম: হজরত শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর কাছ থেকে ১ কেজি ৭৬২ গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয়েছে।  ২ কেজি ৯৫০ গ্রাম ওজনের স্বর্ণের প্রলেপযুক্ত ১টি স্যান্ডো গেঞ্জি, ১ টি ফুল প্যান্ট ও ১টি আন্ডারওয়্যার থেকে ২৪ ক্যারেটের ১ কেজি ৪২৯ গ্রাম স্বর্ণের গোলক পিণ্ড পাওয়া যায়।

 

এ ছাড়া ছিল ২৪ ক্যারেটের ২৩৩ গ্রাম ওজনের ২টি স্বর্ণের বার এবং ২২ ক্যারেটের ১০০ গ্রাম স্বর্ণালংকার।   

মঙ্গলবার (২৪ জানুয়ারি) বিমানবন্দরে দায়িত্বরত এনএসআই টিম ও বিমানবন্দর শুল্ক গোয়েন্দা অধিদপ্তরের যৌথ অভিযানে এসব স্বর্ণ উদ্ধার করা হয়।

মোহাম্মদ জিয়াউল হক নামের যাত্রী ফ্লাই দুবাই এয়ারলাইন্সের FZ-563 ফ্লাইট যোগে দুবাই থেকে সকাল ১০টা ২০ মিনিটে চট্টগ্রাম পৌঁছান। তার বাড়ি নোয়াখালীর কোম্পানীগঞ্জের বসুরহাট পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডে।  

বিমানবন্দরে দায়িত্বরত একজন কর্মকর্তা বাংলানিউজকে জানান, অভিনব কৌশলে স্বর্ণ পাচারের অপচেষ্টা রুখে দেওয়ার পর স্বর্ণের প্রলেপযুক্ত জামাকাপড় থেকে স্বর্ণ আলাদা করার জন্য চট্টগ্রাম শহরের কোতোয়ালী থানার হাজারী লেনের স্বর্ণের কারখানায় নিয়ে যাওয়া হয়।  সেখানে সনাতন পদ্ধতিতে নিখাদ স্বর্ণের প্রলেপযুক্ত জামা-কাপড় থেকে স্বর্ণ গোলক পিণ্ড আকৃতিতে উদ্ধার করা হয়।  

এ ঘটনায় যথাযথ আইনি পদক্ষেপ গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।  

বাংলাদেশ সময়: ২১০৮ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০২৩
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।