ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

পামঅয়েল বিক্রির নামে প্রতারণা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৯ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০২৩
পামঅয়েল বিক্রির নামে প্রতারণা ...

চট্টগ্রাম: হাটহাজারীর সরকারহাট বাজারে মোড়কবিহীন নিম্নমানের পামঅয়েল বিক্রি ও মিথ্যা বিজ্ঞাপন প্রচারের দায়ে আমজাদ হোসেন নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) রাতে স্থানীয়দের তথ্যের ভিত্তিতে সরকারহাট বাজারে অভিযান পরিচালনা করা হয়।

 

হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহিদুল আলম বাংলানিউজকে বলেন, একটি ট্রাকে ভোজ্যতেল বিক্রি করার সময় স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আকতার হোসেন ও অন্যান্যদের সহযোগিতায় অভিযুক্ত ব্যবসায়ীকে আটক করা হয়। বিএসটিআই এর অনুমোদনবিহীন ভোজ্যতেলের বোতলের গায়ে পণ্য সম্পর্কে ছিল না কোনও ধরনের তথ্য।

এছাড়া এসব পামঅয়েল বিক্রির সময় ‘সুপার সয়াবিন’ বলে মাইকে বিজ্ঞাপন প্রচার করা হচ্ছিলো। ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে তাকে জরিমানা করা হয়। নিরাপদ খাদ্য ও ভোক্তা অধিকার নিশ্চিত করতে এ ধরনের অভিযান চলমান থাকবে।

বাংলাদেশ সময়: ১০১০ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০২৩ 
বিই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।