ঢাকা, শনিবার, ১১ শ্রাবণ ১৪৩২, ২৬ জুলাই ২০২৫, ০০ সফর ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

ফটিকছড়িতে অবৈধভাবে বালু উত্তোলন, অভিযান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:০৬, জুলাই ২৫, ২০২৫
ফটিকছড়িতে অবৈধভাবে বালু উত্তোলন, অভিযান

চট্টগ্রাম: ফটিকছড়িতে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। অভিযানে একটি অবৈধ ড্রেজার মেশিন বিকল ও প্রায় ২ হাজার ৫০০ ঘনফুট বালু জব্দ করা হয়।

শুক্রবার (২৫ জুলাই) উপজেলার ডলু নয়াবাজার সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নজরুল ইসলাম।

এ সময় প্রশাসনের উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত বালু উত্তোলনকারীরা পালিয়ে যায়। তবে ঘটনাস্থল থেকে একটি অবৈধ ড্রেজার মেশিন বিকল ও প্রায় ২৫০০ ঘনফুট বালু জব্দ করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নজরুল ইসলাম বলেন, অবৈধভাবে বালু উত্তোলনের ফলে পরিবেশ ও নদী তীরবর্তী এলাকাগুলোতে মারাত্মক ক্ষতির আশঙ্কা তৈরি হচ্ছে, জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।

বিই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।