চট্টগ্রাম: ফটিকছড়িতে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। অভিযানে একটি অবৈধ ড্রেজার মেশিন বিকল ও প্রায় ২ হাজার ৫০০ ঘনফুট বালু জব্দ করা হয়।
শুক্রবার (২৫ জুলাই) উপজেলার ডলু নয়াবাজার সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নজরুল ইসলাম।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নজরুল ইসলাম বলেন, অবৈধভাবে বালু উত্তোলনের ফলে পরিবেশ ও নদী তীরবর্তী এলাকাগুলোতে মারাত্মক ক্ষতির আশঙ্কা তৈরি হচ্ছে, জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।
বিই/পিডি/টিসি