ঢাকা, বুধবার, ২৩ আশ্বিন ১৪৩১, ০৯ অক্টোবর ২০২৪, ০৫ রবিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

ঘেরাও করার আগেই চসিক কার্যালয়ে কর্তৃপক্ষের তালা

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৮ ঘণ্টা, মার্চ ১৫, ২০২৩
ঘেরাও করার আগেই চসিক কার্যালয়ে কর্তৃপক্ষের তালা ...

চট্টগ্রাম: বর্ধিত গৃহকর প্রত্যাহারের দাবিতে করদাতা সুরক্ষা পরিষদের নগর ভবন ঘেরাও কর্মসূচি শুরুর আগেই ফটকে তালা মেরে দিয়েছে চসিক কর্তৃপক্ষ।

বুধবার (১৫ মার্চ) সকাল সোয়া ৯টার দিকে নগর ভবনের ফটকে তালা ঝুলিয়ে দেয় সিটি করপোরেশন কর্তৃপক্ষ।

ফলে সাড়ে ১০টা পর্যন্ত কেউ নগর ভবনে ঢুকতে পারেনি। এতে বিপাকে পড়েন সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীরা।

জানা গেছে, সকাল সোয়া নয়টায় নগর ভবনের ফটকে তালা দেওয়া হয়। ফলে কোনো কর্মকর্তা-কর্মচারী নগর ভবনে ঢুকতে পারেননি। কর্মচারীরা টাইগারপাস সিটি করপোরেশনের অস্থায়ী কার্যালয়ের সামনে অবস্থান নেন। খবর পেয়ে গণমাধ্যমকর্মীরা সেখানে উপস্থিত হলে সাড়ে ১০টার দিকে ফটক খুলে দেওয়া হয়।

এ বিষয়ে জানতে চাইলে সিটি করপোরেশনের সিইও তৌহিদুল ইসলাম বাংলানিউজকে বলেন, এর সঙ্গে আন্দোলনের সম্পর্ক নেই। চসিক কর্মকর্তা-কর্মচারীরা যাতে সঠিক সময়ে অফিসে আসেন, তাই কর্তৃপক্ষের কঠোর অবস্থান বোঝাতে তালা দেওয়া হয়েছে।  

প্রসঙ্গত, চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) প্রস্তাবিত পৌরকর বাতিল ও আয়তনের ওপর গৃহকর নেওয়ার দাবিতে বুধবার টাইগারপাস নগর ভবন ঘেরাও কর্মসূচি দেয় চট্টগ্রাম করদাতা সুরক্ষা পরিষদ।

নগর ভবন ঘেরাও মিছিলে হামলা:

চট্টগ্রাম করদাতা সুরক্ষা পরিষদের আহ্বানে বুধবার (১৫ মার্চ) দুপুরে নগর ভবন ঘেরাও মিছিলে হামলার ঘটনা ঘটেছে। নগরের টাইগারপাসে পরিষদ মিছিল নিয়ে নগর ভবনের দিকে যাওয়ার সময় পুলিশ আটকে দেয়। এ সময় নির্দিষ্ট জায়গায় অবস্থান করছিলেন পরিষদের নেতা-কর্মীরা। তখন স্বেচ্ছাসেবক লীগের নেতা-কর্মীদের একটি মিছিল থেকে ইটপাটকেল ছোড়া হয়।  

সুরক্ষা পরিষদের সভাপতি নুরুল আবছার এ প্রসঙ্গে বাংলানিউজকে বলেন, আমরা পুলিশের কথামতো একটি নির্দিষ্ট জায়গায় অবস্থান করছিলাম। তখন দেবাশীষ নাথ দেবু ও আজিজুর রহমানের নেতৃত্বে মেয়রের নামে স্লোগান দিতে দিতে একটি মিছিল আসে। সেখান থেকে অতর্কিত ইটপাটকেল ছোড়া হয় আমাদের ওপর। এতে আমাদের ৬ জনের মাথা ফেটে যায়, আহত হন ৩০-৩৫ জন।  

তিনি বলেন, ২০১৬ সাল থেকে আমরা আন্দোলন করে আসছি। এর আগে কোনো দিন হামলার সাহস করেনি কেউ। এ ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার (১৬ মার্চ) সংবাদ সম্মেলন করবো আমরা।  

এদিকে সুরক্ষা পরিষদের সিনিয়র সহ সভাপতি আব্দুল মালেক,  সহ-সভাপতি ইসমাইল মনু,  সহ-সাধারণ সম্পাদক জান্নাতুল ফেরদাউস পপি ও মুখপাত্র কাজী শহীদুল হক স্বপন নগর ভবনে চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহাম্মদ তৌহিদুল ইসলামের সঙ্গে দেখা করে দাবিগুলো তুলে ধরেন।

বাংলাদেশ সময়: ১২১২ ঘণ্টা, মার্চ ১৫, ২০২৩
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।