ঢাকা, শনিবার, ২৭ বৈশাখ ১৪৩২, ১০ মে ২০২৫, ১২ জিলকদ ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

বিএনপির ডাকে চট্টগ্রাম থেকে শুরু হচ্ছে তারুণ্যের সমাবেশ

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:২৩, মে ১০, ২০২৫
বিএনপির ডাকে চট্টগ্রাম থেকে শুরু হচ্ছে তারুণ্যের সমাবেশ ...

চট্টগ্রাম: চট্টগ্রামের ঐতিহাসিক পলোগ্রাউন্ড মাঠে বিএনপির ডাকে শুরু হচ্ছে তারুণ্যের সমাবেশ। মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা থেকে ৫ লাখ তরুণের সমাগম ঘটানোর লক্ষ্য আয়োজকদের।

শনিবার (১০ মে) দুপুর ২টায় বিএনপির সহযোগী সংগঠন ছাত্রদল এবং অঙ্গসংগঠন যুবদল ও স্বেচ্ছাসেবক দলের যৌথ আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে এই তারুণ্যের সমাবেশ। এরপর পর্যায়ক্রমে দেশের ৩টি বিভাগীয় শহরে এ কর্মসূচি পালিত হবে।

 

তারুণ্যের সমাবেশে প্রধান অতিথি থাকবেন বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এরইমধ্যে তিনি চট্টগ্রামে এসে পৌঁছেছেন। শাহ আমানত বিমানবন্দরে তাঁকে অভ্যর্থনা জানান মহানগর বিএনপির সাবেক সভাপতি এবং চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।

যুবদলের কেন্দ্রীয় সভাপতি আবদুল মোনায়েম মুন্না জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় বিএনপি ও যুগপৎ আন্দোলনে শরিক রাজনৈতিক দলগুলো ঘোষিত ৩১ দফা রূপরেখা বাস্তবায়নে তরুণ সমাজকে নীতি প্রণয়ন প্রক্রিয়ায় সম্পৃক্ত করার লক্ষ্যে এ কর্মসূচি আয়োজন করা হয়েছে। কর্মসূচির প্রতিটি আয়োজনেই গুরুত্ব পাবে বিষয়ভিত্তিক পলিসি ডায়লগ, যার মাঝে রয়েছে কর্মসংস্থান, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, পরিবেশ, প্রযুক্তি ও রাজনৈতিক অধিকারসহ নানা বিষয়ে তরুণদের ভাবনা। বিএনপি তারুণ্যনির্ভর দল হিসেবে সবসময় তরুণদের মূল্যায়ন করেছে। এই আয়োজন তারই বহিঃপ্রকাশ।

চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহেদ বলেন, ‘কয়েক সপ্তাহ ধরে যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল শহরের প্রত্যেক ওয়ার্ডে প্রচারণা চালিয়েছে। তরুণ-যুবকদের কাছ থেকে আমরা ব্যাপক সাড়া পেয়েছি। পলোগ্রাউন্ড ময়দান থেকে লাখো তরুণ বিএনপির প্রতি তাদের সমর্থন জানাবে’।

বাংলাদেশ সময়: ১৩০০ ঘণ্টা, মে ১০, ২০২৫
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।