ঢাকা, শনিবার, ২৭ বৈশাখ ১৪৩২, ১০ মে ২০২৫, ১২ জিলকদ ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

গাড়ির রেজিস্ট্রেশন না থাকায় অর্ধলাখ টাকা জরিমানা 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:১৮, মার্চ ১৫, ২০২৩
গাড়ির রেজিস্ট্রেশন না থাকায় অর্ধলাখ টাকা জরিমানা  ...

চট্টগ্রাম: সাতকানিয়ায় রেজিস্ট্রেশনবিহীন গাড়ি চালানোর অপরাধে দুই ডাম্প ট্রাকের মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।  

বুধবার (১৫ মার্চ) সকালে সাতকানিয়া পৌরসভা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

 

অভিযুক্ত ব্যক্তিরা হলেন- এওচিয়া ইউনিয়নের মৃত হাফেজ আহমেদের ছেলে মো. ওসমান (৬৪) ও কাঞ্চনা ইউনিয়নের আব্দুল মাবুদের ছেলে আব্দুল হক (৪০)।

সাতকানিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আরাফাত সিদ্দিকী বাংলানিউজকে বলেন, দুটি ডাম্প ট্রাকের মালিককে গাড়ির রেজিস্ট্রেশন না থাকায় সড়ক পরিবহন আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় প্রত্যেককে ২৫ হাজার টাকা করে মোট ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে সাতকানিয়া থানা পুলিশ ও ভূমি অফিসের কর্মচারীরা সহযোগিতা করেন। জনস্বার্থে উপজেলা প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ১৪১০ ঘণ্টা, মার্চ ১৫, ২০২৩ 
বিই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।