ঢাকা, মঙ্গলবার, ৩০ বৈশাখ ১৪৩২, ১৩ মে ২০২৫, ১৫ জিলকদ ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

পতেঙ্গায় কিশোর গ্যাং ও মাদক বিরোধী বিট পুলিশিং সভা

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:১৪, এপ্রিল ১২, ২০২৩
পতেঙ্গায় কিশোর গ্যাং ও মাদক বিরোধী বিট পুলিশিং সভা ...

চট্টগ্রাম: বাল্যবিবাহ, ইভটিজিং, কিশোর গ্যাং ও মাদকবিরোধী বিট পুলিশিং সভা করেছে পতেঙ্গা থানা পুলিশ।

বুধবার (১২ এপ্রিল) দুপুরের দিকে পতেঙ্গার বাটারফ্লাই পার্ক এলাকার মাঠে এই সভা করে পতেঙ্গা থানার বিমান বন্দর ফাঁড়ির ৮৬ নম্বর বিট পুলিশ।

এ সময় প্রধান অতিথি ছিলেন পতেঙ্গা থানার পরিদর্শক (তদন্ত) মো. আনিসুর রহমান। বিশেষ অতিথি ছিলেন পরিদর্শক (অভিযান) জসিম উদ্দিন।

বিট পুলিশিংয়ের এই সভায় নেভাল ও দক্ষিণ পতেঙ্গা এলাকার বাসিন্দারা অংশগ্রহণ করেন। এ সময় অংশগ্রহণকারীদের মধ্যে বাল্যবিবাহ, ইভটিজিং, কিশোর গ্যাং ও মাদক সেবনের ক্ষতিকর দিকগুলো তুলে ধরেন পরিদর্শক মো. আনিসুর রহমান।

বিট কর্মকর্তা মোহাম্মদ আরেফিনের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন বিমানবন্দর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. রবিউল আলম। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী বিট ইনচার্জ মো. বিল্লাল হোসেন,আব্দুল মতিন, জিতু, ফারুক, কেনিজ প্রমূখ।

বাংলাদেশ সময়: ২১১০ ঘণ্টা, এপ্রিল ১২, ২০২৩ 
বিই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।