চট্টগ্রাম: বাঁশখালীতে সবজি ক্ষেতে কাজ করার সময় বজ্রপাতে এক কৃষকের মৃত্যু হয়েছে।
সোমবার (১২ মে) সকাল ৯টার দিকে উপজেলার শীলকূপ ইউনিয়নের পূর্ব শীলকূপ গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত মোহাম্মদ ফিরোজ আহমদ (৩৬) উপজেলার শীলকূপ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের পূর্ব শীলকূপ ইসমাইল সিকদার বাড়ির মৃত মো. এয়াকুব আলীর ছেলে।
জানা যায়, সকালে সবজি ক্ষেতে কাঁকরোল তুলতে যান ফিরোজ।
শীলকূপ ইউনিয়নের ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান রাশেদ নূরী জানান, বিষয়টি পুলিশকে অবহিত করা হয়েছে। মৃত কৃষকের শরীরে আঘাতের চিহ্ন দেখা যায়নি। ধারণা করা হচ্ছে, বজ্রপাত দেখে ভয়ে তিনি মারা যান। তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১২৫৫ ঘণ্টা, মে ১২, ২০২৫
এসি/টিসি