ঢাকা, মঙ্গলবার, ২১ শ্রাবণ ১৪৩২, ০৫ আগস্ট ২০২৫, ১০ সফর ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

চবি ৩৯তম ব্যাচের বন্ধু সম্মিলন 

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৩৮, এপ্রিল ১৪, ২০২৩
চবি ৩৯তম ব্যাচের বন্ধু সম্মিলন  ...

চট্টগ্রাম: প্রাণের আবেগ ও বন্ধুত্বের উচ্ছ্বাসে অনুষ্ঠিত হলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৩৯তম ব্যাচের বন্ধুদের ইফতার মাহফিল ও বন্ধু সম্মিলন।

শুক্রবার (১৪ এপ্রিল) নগরের উইন্ড অব চেঞ্জ রেস্টুরেন্টে দুই শতাধিক বন্ধুর উপস্থিতিতে প্রাণবন্ত ছিল অনুষ্ঠানটি।

প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাহবুবুল আলম।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৩৯তম ব্যাচ কার্যনির্বাহী কমিটির সভাপতি রাশেদ এইচ চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রাজেশ চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে মাহবুবুল আলম বলেন, ব্যাচভিত্তিক বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের সংগঠনগুলোই কেন্দ্রীয় অ্যালামনাইয়ের মূল চালিকাশক্তি।

সবার সম্মিলিত উদ্যোগের মাধ্যমে বন্ধুত্বের ঐক্যবদ্ধ শক্তিতেই এগিয়ে যাবে সমাজ-দেশ। ইফতার মাহফিল ও বন্ধু সম্মিলনে এসে দীর্ঘদিন পর প্রাণের বন্ধুদের কাছে পেয়ে আড্ডায় মেতে উঠেন বিশ্ববিদ্যালয়ের ৩৯ তম ব্যাচের বিভিন্ন বিভাগের সাবেক শিক্ষার্থীরা।

রাশেদ এইচ চৌধুরী বলেন, বন্ধুদের ঐক্যবদ্ধ হয়ে ভালো কাজগুলো এগিয়ে নিতে হবে আমাদের।

বন্ধুত্বের টানে সবাইকে বিভেদ ভুলে একতাবদ্ধ থাকার আহবান জানান তিনি।  

সাধারণ সম্পাদক রাজেশ চৌধুরী অতীতের মতো সামনের দিনগুলোতেও সবাইকে ব্যাচের অনুষ্ঠান সার্থক করে তোলার আহবান জানান।  

ইফতার মাহফিলে ৫০ জন ছিন্নমূল মানুষের মধ্যে ইফতারি বিতরণ করা হয়।

বাংলাদেশ সময়: ২০১২ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০২৩
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।