চট্টগ্রাম: বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক প্রধান লে. জেনারেল (অব.) এম হারুন-অর-রশীদ (বীর প্রতীক)-কে হাটহাজারীতে নিজ গ্রামের বাড়ির পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
সোমবার (৪ আগস্ট) রাত ১০টায় ধলই ইউনিয়নের কাটিরহাট হাধুরখীল মাদরাসা মাঠে জানাজার নামাজ অনুষ্টিত হবে।
তার নিকট আত্বীয় ও হাটহাজারী ফেলো শিপের সভাপতি ডা. কিএম অহিদুল আলম জানান, সাবেক সেনা প্রধান এম হারুন-অর-রশীদের জানাজার নামাজ রাত ১০টায় হাধুরখীল মাদরাসা মাঠে অনুষ্টিত হবে।
এদিকে সোমবার (৪ আগস্ট) সকালে চট্টগ্রাম ক্লাবে আদালতে মামলা সংক্রান্ত কাজে কর্মসুচি থাকায় সকালে ঘুম থেকে উঠতে দেরি হওয়ায় তার বডিগার্ড ডাকতে গেলে কোনো সাড়া শদ্ব না পেয়ে বিকল্প উপায়ে রুম খোলা হয়। সেখান থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। সম্মিলিত সামরিক হাসপাতালের চিকিৎসকরা তার শরীর পরীক্ষা করেন। পরে মরদেহ সেনানিবাসে নিয়ে যাওয়া হয়। সেখানে সামরিক কায়দায় তাকে শ্রদ্বা নিবেদনের পর পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করেন।
স্থানীয় বাসিন্দা ও ধলই ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য আজম উদ্দীন শরীফ বাংলানিউজকে বলেন, সোমবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে লেফটেন্যান্ট জেনারেল (অব.) এম হারুন-অর-রশীদের মরদেহ গ্রামে পৌঁছেছে। সেখানে এক নজর দেখার জন্য গ্রামবাসী ভিড় করেছেন।
এমআই/টিসি