ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

কর্ণফুলীতে সিডিএর উচ্ছেদ অভিযান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২২ ঘণ্টা, মে ৩০, ২০২৩
কর্ণফুলীতে সিডিএর উচ্ছেদ অভিযান সিডিএর উচ্ছেদ অভিযান।

চট্টগ্রাম: কর্ণফুলীর ব্রিজঘাট বাজার থেকে মইজ্জারটেক পর্যন্ত উচ্ছেদ অভিযান চালিয়েছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)।  

মঙ্গলবার (৩০ মে) সকাল সাড়ে ১০টা থেকে এ অভিযান চালানো হয়।

প্রায় ৭ ঘণ্টা অভিযানের পর বিকেল সাড়ে ৫টার দিকে এ উচ্ছেদ অভিযান শেষ হয়। এর আগে ২৩ মে একই জায়গায় প্রথম দফা উচ্ছেদ অভিযান চালায় সিডিএ।
দখলমুক্ত এলাকায় সীমানা প্রাচীরের কাজও শুরু করছে প্রতিষ্ঠানটি।  

অভিযানের নেতৃত্ব দেন সিডিএর স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তাহমিনা আফরোজ চৌধুরী।  

তিনি বাংলানিউজকে জানান, কর্ণফুলী উপজেলার চরপাথরঘাটা ইউনিয়নের ব্রিজঘাট থেকে মইজ্জারটেক পর্যন্ত জায়গাটি সিডিএর মালিকানাধীন। সেখানে অবৈধভাবে দোকান বানিয়ে দীর্ঘদিন স্থানীয় একটি সিন্ডিকেট দখলে রেখেছিল। দ্বিতীয় দফায় অভিযান চালিয়ে উচ্ছেদ অভিযানের কাজ সম্পন্ন করছি। সেখানে সীমানা প্রাচীর দেওয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ২২১০ ঘণ্টা, মে ৩০, ২০২৩
এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।