ঢাকা, সোমবার, ৩০ আষাঢ় ১৪৩২, ১৪ জুলাই ২০২৫, ১৮ মহররম ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

ড্রাইডকের দায়িত্বে বন্দরে কনটেইনার হ্যান্ডলিং বেড়েছে

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:১৩, জুলাই ১৩, ২০২৫
ড্রাইডকের দায়িত্বে বন্দরে কনটেইনার হ্যান্ডলিং বেড়েছে ...

চট্টগ্রাম: চিটাগাং ড্রাই ডক লিমিটেড (সিডিডিএল) চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনার দায়িত্ব নেওয়ার পর বন্দরের দৈনিক গড় কনটেইনার হ্যান্ডলিং বেড়েছে।  

সিডিডিএলের পরিচালনার প্রথম সাত দিনে (৭-১৩ জুলাই) কনটেইনার হ্যান্ডলিং কার্যক্রমে এ অগ্রগতি দেখা গেছে।

প্রতিদিন গড়ে ২২৫ টিইইউএস (২০ ফুট দীর্ঘ হিসাবে) কনটেইনার হ্যান্ডলিং বেশি হয়েছে।  

সূত্র জানায়, চট্টগ্রাম বন্দরের এনসিটি টার্মিনালটি দীর্ঘদিন সাইফ পাওয়ারটেক লিমিটেডের তত্ত্বাবধানে পরিচালিত হয়ে আসছিল।

গত ৬ জুলাই উক্ত প্রতিষ্ঠানের সঙ্গে বন্দরের চুক্তি মেয়াদ শেষ হয়। নৌপরিবহন মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী ৭ জুলাই থেকে এনসিটি টার্মিনালের দায়িত্ব গ্রহণ করে চট্টগ্রাম ড্রাইডক লিমিটেড।

৭-১৩ জুলাই পর্যন্ত ৭ দিনে চট্টগ্রাম ড্রাইডক লিমিটেড ১০টি জাহাজের কনটেইনার লোডিং-আনলোডিং সফলভাবে সম্পন্ন করেছে। বর্তমানে এনসিটির ৪টি জেটিতে একযোগে ৪টি জাহাজে অপারেশন চলছে।

পূর্ববর্তী ৭ দিনে (১-৬ জুলাই) সাইফ পাওয়ারটেক লিমিটেড প্রতিদিন গড়ে ২ হাজার ৯৫৬ টিইইউএস কনটেইনার হ্যান্ডলিং করেছে। পরবর্তী ৭ দিনে (৭-১২ জুলাই), চট্টগ্রাম ড্রাইডক লিমিটেড প্রতিদিন গড়ে ৩ হাজার ১৮১ টিইইউএস কনটেইনার হ্যান্ডলিং করেছে।  

বাংলাদেশ নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান গত ৯ জুলাই চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিদর্শন করেন। জাতীয় নিরাপত্তার পাশাপাশি দেশের উন্নয়ন ও বাণিজ্যিক কার্যক্রমে নৌবাহিনীর সক্রিয় ভূমিকার অংশ হিসেবে তিনি এনসিটি-২ জেটি, কনটেইনার এক্সামিনেশন পয়েন্ট এবং সিটিএমএস ভবনের কার্যক্রম ঘুরে দেখেন। এ ছাড়াও তিনি এনসিটিতে কর্মরত চট্টগ্রাম ড্রাই ডক লিমিটেডের কর্মকর্তা ও সদস্যদের এবং বন্দরের কার্যক্রমের সাথে সংশ্লিষ্টদের বন্দরের কার্যক্রম পরিচালনায় প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

বন্দর সচিব মো. ওমর ফারুক বাংলানিউজকে বলেন, সিডিডিএল এনসিটির দায়িত্ব নেওয়ার পর স্মোথলি হ্যান্ডলিং, আনস্টাফিং, ডেলিভারি হচ্ছে। দিন দিন গড় কনটেইনার হ্যান্ডলিং বাড়ছে।  

এআর/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।