ঢাকা, শনিবার, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৪ মে ২০২৫, ২৭ জিলকদ ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

নালায় মিললো অজ্ঞাত যুবকের মরদেহ 

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:২৭, জুন ১২, ২০২৪
নালায় মিললো অজ্ঞাত যুবকের মরদেহ  ...

চট্টগ্রাম: আনোয়ারায় সড়কের পাশে নালা থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  

বুধবার (১২ জুন) সকাল সাড়ে ১০টার দিকে বারশত ইউনিয়নের পারকি গ্রামের দুধকুমড়া এলাকায় যাত্রী ছাউনির পাশে নালা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

 

আনোয়ারা থানার উপ পরিদর্শক (এসআই) ফারুক আহমদ বাংলানিউজকে জানান, ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে। তবে এখনও পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

মরদেহের শরীরে আঘাতের কোনো চিহ্ন দেখা নেই। এখনও পচন ধরেনি। ধারণা করছি, ভোররাতের দিকে মরদেহটি কেউ ফেলে গেছে। সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজের ফরেনসিক মর্গে পাঠানো হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৩২৩ ঘণ্টা, জুন ১২, ২০২৪
এমআর/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।