ঢাকা, শনিবার, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৪ মে ২০২৫, ২৭ জিলকদ ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

চেক প্রতারণা মামলার আসামি গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:২৫, জুন ১৩, ২০২৪
চেক প্রতারণা মামলার আসামি গ্রেফতার ...

চট্টগ্রাম: ২য় যুগ্ম মহানগর দায়রা জজ আদালতে দায়েরকৃত চেক প্রতারণা মামলায় সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেপ্তার মোছাম্মৎ সুলতানা বেগম আমিন জুট মিলস গ্রীন ভিউ ১ নম্বর সড়কের বাসিন্দা শাহ আলম দোভাষের কন্যা।

বুধবার (১২ জুন) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে গ্রীন ভিউ সড়কের মাহমুদা ম্যানশনের বাসা থেকে তাকে গ্রেফতার করে পাঁচলাইশ থানা পুলিশ।

মামলার বাদীপক্ষের আইনজীবী দীপেন ধর বাংলানিউজকে বলেন, যুগ্ম মহানগর দায়রা জজ, ২য় আদালত, চট্টগ্রাম কর্তৃক দায়রা মামলা (নং-৩৩৭০/২০২২), সি.আর মামলা (নং-২০১/২০২২ কোতোয়ালী) দি নিগশিয়েবল ইন্সট্রুমেন্ট অ্যাক্ট, ১৮৮১ এর ১৩৮ ধারায় মোছাম্মৎ সুলতানা বেগমকে গত ২১ মে এক বছর বিনাশ্রম কারাদণ্ড ও চেক এর সমপরিমাণ ৩৩ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

পাঁচলাইশ থানার এসআই মো. সোহেল জানান, উপ-পরিদর্শক শরীফ রোকনুজ্জামানের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে চেক প্রতারণার মামলায় সাজাপ্রাপ্ত আসামি মোছাম্মৎ সুলতানা বেগমকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়।  

বাংলাদেশ সময়: ১৫১৫ ঘণ্টা, জুন ১৩, ২০২৪
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।