ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

ট্রেনের সঙ্গে এক্সকেভেটরের ধাক্কা, ক্ষতিগ্রস্ত ইঞ্জিন

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১০ ঘণ্টা, নভেম্বর ১, ২০২৪
ট্রেনের সঙ্গে এক্সকেভেটরের ধাক্কা, ক্ষতিগ্রস্ত ইঞ্জিন ...

চট্টগ্রাম: কক্সবাজারগামী পর্যটন এক্সপ্রেসের সঙ্গে নালা নির্মাণকাজে ব্যবহৃত এক্সকেভেটরের ধাক্কা লেগেছে। এতে ট্রেনের ইঞ্জিন ক্ষতিগ্রস্ত হয়েছে।

যার কারণে দোহাজারী স্টেশনে গিয়ে ইঞ্জিন পাল্টাতে হয়েছে।  

শুক্রবার (১ নভেম্বর) দুপুর দেড়টার দিকে নগরের জান আলীর হাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম শহিদুল ইসলাম বাংলানিউজকে বলেন, জান আলীর হাট এলাকায় রাস্তার কাজে নিয়োজিত একটি এক্সকেভেটরের সঙ্গে পর্যটন এক্সপ্রেস ট্রেনের ধাক্কা লেগেছিল।  দুর্ঘটনার পর ট্রেনটি চন্দনাইশের দোহাজারি স্টেশনে গিয়ে প্রায় ৩০ মিনিট অপেক্ষারত ছিল। পরে আরেকটি ইঞ্জিন এনে ট্রেনটি উদ্ধার করে কক্সবাজারের উদ্দেশে যাত্রা করে।

প্রত্যক্ষদর্শীরা জানান, কালুরঘাট সেতু এলাকায় পিলার বোঝাই একটি এক্সকেভেটর প্রথমে রেললাইন পার হয়ে যায়। পরে আবার নিয়ন্ত্রণ হারিয়ে পেছন দিকে চলে এসে ট্রেনের ইঞ্জিনকে ধাক্কা দেয়। এতে ক্ষতিগ্রস্ত হয় ইঞ্জিন।

চট্টগ্রাম রেলওয়ে স্টেশন ম্যানেজার মো. মনিরুজ্জামান বাংলানিউজকে বলেন, দুপুরের দিকে নগরের জান আলীর হাট এলাকায় একটি এক্সকেভেটরের ধাক্কায় ট্রেনের ইঞ্জিন ক্ষতিগ্রস্ত হয়েছে। পরের স্টেশনে গিয়ে ইঞ্জিন পাল্টে ট্রেনটি গন্তব্যের উদ্দেশে ছেড়ে গেছে। এখন ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।  

বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, নভেম্বর ০১, ২০২৪
বিই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।