ঢাকা, শনিবার, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৭ মে ২০২৫, ১৯ জিলকদ ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

ডা. নুরুল আহসান মামুন আর নেই

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৩৪, ডিসেম্বর ৪, ২০২৪
ডা. নুরুল আহসান মামুন আর নেই ...

চট্টগ্রাম: চট্টগ্রামের কৃতী সন্তান, হার্ভার্ড মেডিক্যাল স্কুলের প্রাক্তন ছাত্র এবং যুক্তরাষ্ট্রের বোস্টনের মেডফোর্ড ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের (আইসিসিএম) সদস্য ডা. মোহাম্মদ নুরুল আহসান মামুন (৭১) আর নেই।

যুক্তরাষ্ট্র সময় সোমবার (২ ডিসেম্বর) রাতে কনকর্ডের এমারসন হাসপাতালে তিনি ইন্তেকাল করেন।

(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।  

ডা. মোহাম্মদ নুরুল আহসান মামুন চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান চিকিৎসা কর্মকর্তা এবং চট্টগ্রাম মেডিক্যাল কলেজের শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

১৯৮০ সাল থেকে তিনি বোস্টনে বসবাস করছিলেন।  

মীরসরাই উপজেলা সদরের একজন বিখ্যাত চিকিৎসকের সন্তান ডা. মোহাম্মদ নুরুল আহসান মামুন হার্ভার্ড মেডিকেল স্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নির্বাহী সহ সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন।  

তাঁর মৃত্যুতে মেডফোর্ড ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র (আইসিসিএম) মরহুমের পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা জ্ঞাপন এবং বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছে।

বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, ডিসেম্বর ৪, ২০২৪
পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।