ঢাকা, সোমবার, ১০ ভাদ্র ১৪৩২, ২৫ আগস্ট ২০২৫, ০১ রবিউল আউয়াল ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

পর্যটন করপোরেশনের রেস্টুরেন্টে আগুন

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:১৪, আগস্ট ২৫, ২০২৫
পর্যটন করপোরেশনের রেস্টুরেন্টে আগুন ...

চট্টগ্রাম: নগরের স্টেশন রোডে বাংলাদেশ পর্যটন করপোরেশনের অধীনে পরিচালিত একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

সোমবার (২৫ আগস্ট) সকাল পৌনে ৯টার দিকে সৈকত বার অ্যান্ড রেস্টুরেন্টে আগুন জ্বলতে দেখা যায়।

চট্টগ্রাম বিভাগীয় ফায়ার সার্ভিসের ওয়্যারলেস অপারেটর খলিলুর রহমান জানান, ফায়ার সার্ভিসের নন্দনকানন ও আগ্রাবাদ স্টেশনের ৩টি দলের আধাঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।  

তিনি আরও জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়।

আগুনে প্রায় ৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এছাড়া ৮ লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে।

এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।