ঢাকা, সোমবার, ১০ ভাদ্র ১৪৩২, ২৫ আগস্ট ২০২৫, ০১ রবিউল আউয়াল ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

ফটিকছড়িতে মাহিন হত্যা মামলায় আরও এক আসামি গ্রেপ্তার

উপজেলা করেসপন্ডেন্ট, ফটিকছড়ি (চট্টগ্রাম) | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:২৯, আগস্ট ২৪, ২০২৫
ফটিকছড়িতে মাহিন হত্যা মামলায় আরও এক আসামি গ্রেপ্তার

চট্টগ্রাম: ফটিকছড়িতে সপ্তম শ্রেণির ছাত্র মাহিন হত্যা মামলায় আরও এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।  

রোববার (২৪ আগস্ট) বিকেলে উপজেলার পাইন্দং ইউনিয়নের বেড়াজালী এলাকা থেকে ফারাজ উদ্দিন (২০) নামের ওই যুবককে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তার হওয়া দুই আসামি আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেয়। তাদের জবানবন্দিতে ফারাজ উদ্দিনের নাম উঠে আসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার ফারাজ উদ্দিন কাঞ্চননগর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের দক্ষিণ কাঞ্চননগর সাকর আলী তালুকদার বাড়ির বাসিন্দা ফিরোজ মিয়ার ছেলে।

এর আগে ঘটনার পরপরই পুলিশ অভিযান চালিয়ে এজাহারভুক্ত আসামি নোমান ও আজাদকে আটক করেছিল।

ফটিকছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) নূর আহমেদ বলেন, চলমান অভিযানের অংশ হিসেবে বেড়াজালী বাদামতল এলাকার একটি বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। ইতোমধ্যে দুই আসামির জবানবন্দিতে ফারাজ উদ্দিনের সম্পৃক্ততার কথা উঠে এসেছে। তদন্তেও কিছু তথ্য মিলেছে।

পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।