ঢাকা, শুক্রবার, ২ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৬ মে ২০২৫, ১৮ জিলকদ ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

চন্দনাইশে দগ্ধ গৃহবধূর মৃত্যু, স্বামী গ্রেপ্তার

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:১৬, ডিসেম্বর ২৮, ২০২৪
চন্দনাইশে দগ্ধ গৃহবধূর মৃত্যু, স্বামী গ্রেপ্তার ...

চট্টগ্রাম: চন্দনাইশের দক্ষিণ হাশিমপুরে স্বামীর ছুড়ে মারা অকটেন থেকে আগুন লেগে দগ্ধ গৃহবধূ নাজমা আকতার (৩০) মারা গেছেন।

শুক্রবার (২৮ ডিসেম্বর) দিবাগত রাত ৩টার দিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থার তার মৃত্যু হয়।

এ ঘটনায় গৃহবধূর ভাই মো. তারেক বাদি হয়ে শুক্রবার রাতে মামলা দায়ের করেন। এদিকে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত স্বামী আবদুল জব্বারকে শনিবার (২৮ ডিসেম্বর) ভোরে হাশিমপুরের পাহাড়ি এলাকা থেকে গ্রেপ্তার করেছে।

জানা যায়, শুক্রবার রাত ৮টার দিকে হাশিমপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড দক্ষিণ হাশিমপুর বাউলিয়াপাড়া গ্রামে রান্না করার সময় নাজমা আকতারের সঙ্গে আবদুল জব্বারের ঝগড়া হয়। এসময় আবদুল জব্বার প্লাস্টিক বোতলে রাখা অকটেন এনে স্ত্রীর দিকে ছুড়ে মারেন। চুলার আগুনে অকটেন পড়লে দগ্ধ হন নাজমা। তাকে দোহাজারী স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে চমেক হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৩টায় নাজমা মারা যান।

চন্দনাইশ থানার ওসি ইমরান আল হোসাইন জানান, শুক্রবার রাতে চমেক হাসপাতালে চিকিৎসাধীন ওই গৃহবধূর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার ভাই বাদি হয়ে থানায় মামলা দায়ের করেছেন। অভিযুক্ত স্বামী আবদুল জব্বারকে গ্রেপ্তার করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৪১৪ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০২৪
বিই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।