ঢাকা, শুক্রবার, ২ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৬ মে ২০২৫, ১৮ জিলকদ ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

মুসলেহউদ্দিন বদরুল আর নেই

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:২০, ডিসেম্বর ২৯, ২০২৪
মুসলেহউদ্দিন বদরুল আর নেই ...

চট্টগ্রাম: সমাজসেবক ও লেখক মুসলেহ্উদ্দিন মুহম্মদ বদরুল আর নেই। শনিবার (২৮ ডিসেম্বর) দিনগত রাত ২টা ১৮ মিনিটে একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৭ বছর।

বিশিষ্ট শিক্ষাবিদ মৌলভি মুহম্মদ হাফিজুর রহমান বিএবিটির চতুর্থ ছেলে মুসলেহ্উদ্দিন মুহম্মদ বদরুল মোহাম্মদপুর মহিউল উলুম দাখিল মাদ্রাসা ও মোয়াজ্জিন বাড়ি জামে মসজিদ পরিচালনা কমিটির সাবেক সভাপতি ছিলেন।

তিনি কচিকাঁচার মেলার অন্যতম সংগঠক, পদ্মা অয়েল কোম্পানি লিমিটেডের সাবেক কর্মকর্তা, মোহাম্মদপুর তারুণ্য সংসদের প্রধান উপদেষ্টা, মোহাম্মদপুর স্কুল অ্যান্ড কলেজ প্রাক্তন ছাত্র /ছাত্রী পরিষদের সহ-সভাপতি এবং রাউজান ক্লাবের দাতা সদস্য। এ ছাড়া তিনি বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন।

তিনি স্ত্রী, দুই ছেলে, তিন মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

তাঁর প্রকাশিত বই 'অবসরে অন্তহীন ভাবনা', 'আমার দেখা আরব আমিরাত' ইত্যাদি।

বাদ জোহর রাউজান মোহাম্মদপুর মহিউল উলুম মাদরাসা মাঠে (ঈদগাহ) প্রথম জানাজা, এরপর  মোয়াজ্জিন বাড়ি জামে মসজিদ মাঠে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ০৯১৫ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০২৪
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।