ঢাকা, বৃহস্পতিবার, ১ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৫ মে ২০২৫, ১৭ জিলকদ ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

বালু উত্তোলনে বাধা, হামলায় প্রাণ হারালেন বৃদ্ধ

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:২৫, জানুয়ারি ১০, ২০২৫
বালু উত্তোলনে বাধা, হামলায় প্রাণ হারালেন বৃদ্ধ ...

চট্টগ্রাম: ফটিকছড়িতে বালু উত্তোলনে বাধা দেওয়ায় দুর্বৃত্তদের হামলায় দুলায়েত হোসেন দুলাল (৬৫) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) দুপুরে বাগানবাজার ৩ নম্বর ওয়ার্ডের মাস্টারপাড়ার রুপাইছড়ি খাল সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

সন্ধ্যা সাড়ে ৬টায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। দুলায়েত হোসেন মাস্টারপাড়ার মৃত আব্দুল কাদেরের ছেলে।

নিহতের নাতি মুহাম্মদ আনোয়ার জানান, স্থানীয় বালুদস্যুরা রুপাইছড়ির পাড় সংলগ্ন তাদের জায়গা হতে অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু তুলছিল। সকালে বালু তুলতে বাধা দিলে তারা দাদাকে মারধর করে। একপর্যায়ে ড্রেজার মেশিনের লোহার তৈরি হাতল দিয়ে মাথায় আঘাত করলে তিনি মাটিতে পড়ে যান।

স্থানীয়রা তাকে উদ্ধার করে রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক চমেক হাসপাতালে পাঠান। হাসপাতালে সন্ধ্যায় তাঁর মৃত্যু হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোজাম্মেল হক চৌধুরী বাংলানিউজকে বলেন, ঘটনার খবর পেয়ে থানাকে অবহিত করি। পরে পুলিশের একটি টিম ঘটনাস্থলে যায়। এ বিষয়ে মামলা নেওয়া হবে এবং এসব অবৈধ বালু মহালের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা  হবে।

ভূজপুর থানার ওসি মো. মাহবুবুল হক বাংলানিউজকে বলেন, বালু উত্তোলনে বাধা দেওয়াকে কেন্দ্র করে এক বৃদ্ধকে আঘাত করলে তার মৃত্যু হয়। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ১২২০ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০২৫ 
বিই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।