ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

বিপ্লবী বিনোদ বিহারী চৌধুরীর ম্যুরাল উদ্বোধন

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫১ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০২৫
বিপ্লবী বিনোদ বিহারী চৌধুরীর ম্যুরাল উদ্বোধন সৈয়দ মোহাম্মদ বেলায়েত উল্লাহ খান

চট্টগ্রাম: নগরের চেরাগি পাহাড় মোড়ে বাংলাদেশ হিন্দু ফাউন্ডেশনের মৈত্রী ভবনের সামনে ব্রিটিশবিরোধী আন্দোলনের মহানায়ক মাস্টারদা সূর্য সেনের সহযোদ্ধা বিপ্লবী বিনোদ বিহারী চৌধুরীর ম্যুরাল স্থাপন করা হয়েছে।  

শুক্রবার (১৭ জানুয়ারি) দুপুরে ম্যুরালটি উদ্বোধন করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম বীরপ্রতীক।

 

এ উপলক্ষে বাংলাদেশ হিন্দু ফাউন্ডেশনের চেয়ারম্যান অধ্যাপক নারায়ণ কান্তি চৌধুরীর সভাপতিত্বে মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য দেন মহাসচিব অ্যাডভোকেট নিতাই প্রসাদ ঘোষ।  

বক্তব্য দেন বাংলাদেশ হিন্দু ফাউন্ডেশনের সাবেক মহাসচিব শ্যামল কুমার পালিত।

উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু ফাউন্ডেশনের কর্মকর্তা ও সদস্য অধ্যাপক হারাধন নাগ, সাবেক চেয়ারম্যান প্রকৌশলী পরিমল কান্তি চৌধুরী, দুলাল কান্তি মজুমদার, ইন্দু নন্দন দত্ত, ডা. শ্রীপ্রকাশ বিশ্বাস, ডা. গোবিন্দ প্রসাদ মহাজন, অধ্যাপিকা বিজয় লক্ষ্মী দেবী, অধ্যক্ষ রীতা দত্ত, আশুতোষ সরকার, অজিত কুমার আইচ, বিশ্বজিৎ পালিত, অজিত কুমার দাশ, মতিলাল দেওয়ানজী, সুভাষ দাশ, অ্যাডভোকেট সুমন কান্তি দাশ, শ্রীমতি বাসনা দাশ, অ্যাডভোকেট তৃষ্ণা ভট্টাচার্য্য, অ্যাডভোকেট সাধনময় ভট্টাচার্য্য, বিকাশ মজুমদার, অনুপ রক্ষিত, কল্লোল সেন, রিমন মুহুরী, ডা. অশোক দেব, প্রিয়তোষ সরকার, সুরঞ্জন ভট্টাচার্য্য, চন্দন কুমার চৌধুরী, সজল চৌধুরী, অনিরুদ্ধ চৌধুরী জয়, অঞ্জন চক্রবর্তী, প্রসুন কান্তি নাগ, তন্ময় সেনগুপ্ত, দেবরাজ সেনগুপ্ত প্রমুখ।  

বাংলাদেশ সময়: ১৭৫৪ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০২৫
এআর/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

চট্টগ্রাম প্রতিদিন এর সর্বশেষ