ঢাকা, শুক্রবার, ৪ আশ্বিন ১৪৩২, ১৯ সেপ্টেম্বর ২০২৫, ২৬ রবিউল আউয়াল ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

বিএনপির ৩১ দফার মধ্যেই সব সমস্যার সমাধান: সরওয়ার আলমগীর 

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:২২, সেপ্টেম্বর ১৯, ২০২৫
বিএনপির ৩১ দফার মধ্যেই সব সমস্যার সমাধান: সরওয়ার আলমগীর 

চট্টগ্রাম: উত্তর জেলা বিএনপি'র সাবেক যুগ্ম আহ্বায়ক সরওয়ার আলমগীর বলেছেন, বিএনপির ৩১ দফার মধ্যে সব ধরনের সংস্কার প্রস্তাব রয়েছে। এখানেই সব সমস্যার সমাধান রয়েছে।

এগুলো অনেক আগের দেয়া। এগুলো বাস্তবায়ন করলে দেশ অনেক এগিয়ে যাবে।
 

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে ফটিকছড়ি নানুপুর বাজারে বিএনপির ৩১ দফা লিফলেট বিতরণকালে প্রধান অতিথির বক্তব্য তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, বিএনপি গণমানুষের দল। যতই ষড়যন্ত্র করুক না কেন এদলকে জনবিচ্ছিন্ন করা যাবে না কারণ বিএনপি মানুষের অন্তরে গেঁথে গেছে। দেশে ধানের শীষের জোয়ার উঠেছে। এ জোয়ার ঠেকানোর ক্ষমতা কারো নেই।  

এতে বিশেষ অতিথি ছিলেন ফটিকছড়ি পৌরসভা বিএনপির আহ্বায়ক মোবারক হোসেন কাঞ্চন, বীর মুক্তিযোদ্ধা মাহাবুব আলম, আবুল কালাম, মুক্তিযোদ্ধা আফসার চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা বজল, খালেদ মাহমুদ বাবুল, আহম্মদ সাফা, আবু আজম তালুকদার, শাহারিয়ার চৌধুরী, বিপ্লব গনি, রাশেদুল আলম রাশেদ, কে এম শফিকুর রহমান। বক্তব্য রাখেন সোলায়মান, আবুল হাসেম, মামুন সারোয়ার, সাইফুল হায়দার রাসেল, মোজাহারুল ইকবাল লাভলু, নুর আলম, মহিন উদ্দিন, বকতিয়ার, টিপু, আফাজ, শাহেদ, হাসান, বাবলা, আলী জহির, জামাল,পারভেজ প্রমুখ।

পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।