ঢাকা, শুক্রবার, ৪ আশ্বিন ১৪৩২, ১৯ সেপ্টেম্বর ২০২৫, ২৬ রবিউল আউয়াল ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

বাড়ি ফেরার পথে ব্যবসায়ীর ওপর হামলা, সাড়ে ৩ লাখ টাকা লুট

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৪১, সেপ্টেম্বর ১৯, ২০২৫
বাড়ি ফেরার পথে ব্যবসায়ীর ওপর হামলা, সাড়ে ৩ লাখ টাকা লুট ছবি: সংগৃহীত

চট্টগ্রাম: কর্ণফুলীতে এক ব্যবসায়ীর ওপর হামলা চালিয়ে সাড়ে ৩ লাখ টাকা লুট করেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে উপজেলার শিকলবাহা ক্রসিং মোড়ে এ ঘটনা ঘটে।

পরে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।  

আহত ব্যবসায়ীর নাম মো. দেলোয়ার হোসেন (৪০)।

তিনি ওই এলাকার বাসিন্দা।

আহত ব্যবসায়ী জানান, আনোয়ারার চাতরী চৌমুহনী বাজারে একটি দোকান রয়েছে। সেখানে মোবাইল ফোন ও ইলেকট্রনিক পণ্যের পাশাপাশি মোবাইল ব্যাংকিং লেনদেনও করা হয়। প্রতিদিনের মতো দোকান বন্ধ করে রাতে বাড়ি ফেরার পথে শিকলবাহা ক্রসিং মোড়ে কয়েকজন দুর্বৃত্ত তাকে পেছনে মাথায় আঘাত করে। তিনি মাটিতে পড়ে গেলে হামলাকারীরা তার সঙ্গে থাকা টাকার ব্যাগ ছিনিয়ে নেয়। ওই ব্যাগে সাড়ে ৩ লাখ টাকা এবং লেনদেনে ব্যবহৃত পাঁচটি মোবাইল ফোন ছিল।

কর্ণফুলী থানার সেকেন্ড অফিসার মিজানুর রহমান বলেন, ঘটনায় জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তার এবং ছিনতাই হওয়া টাকা উদ্ধারের চেষ্টা চলছে।

পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।