চট্টগ্রাম: নগরের সিআরবি এলাকায় চট্টগ্রামের ঐতিহ্যবাহী শুচিয়া রামকৃষ্ণ উচ্চ বিদ্যালয়ের স্বীকৃতির ৮৫ বছর পূর্তি এবং ২য় পুনর্মিলনী-২০২৫ উদযাপনের জন্য মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
১৯৪০ খ্রিস্টাব্দে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে স্বীকৃতির ৮৫ বছর পূর্ণ হয়েছে ২০২৫ সালে।
২০২৫ সালকে স্মৃতিময় করার জন্য প্রাক্তন ছাত্র-ছাত্রীদের উদ্যোগে দ্বিতীয় পুনর্মিলনী করার লক্ষ্যে প্রথম অনানুষ্ঠানিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় সর্বসম্মতিক্রমে ২০২৫ সালের শেষনাগাদ অনুষ্ঠান আয়োজনের সিদ্ধান্ত হয় ও বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
সভায় উপস্থিত ছিলেন প্রাক্তন ছাত্র অমিত চৌধুরী, রূপেন চক্রবর্তী, মো.তৌহিদুল আলম, বিপ্লব ভট্টাচার্য্য, তাপস চক্রবর্তী, মো. এহসান চৌধুরী, রাজেশ চক্রবর্তী, গৌতম ভট্টাচার্য্য, এটিএম ফয়সাল চৌধুরী, সুদীপ্ত সিকদার, দেবজয় চক্রবর্তী, জিকু দে, প্রান্ত কানুনগো, মো. হাসনাত উদ্দিন চৌধুরী প্রমুখ।
বাংলাদেশ সময়: ১২১২ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০২৫
এসি/টিসি