ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের সঙ্গে ক্রিকেট প্র্যাকটিসে ঢাকা ক্যাপিটালস’র খেলোয়াড়রা

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০০ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০২৫
বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের সঙ্গে ক্রিকেট প্র্যাকটিসে ঢাকা ক্যাপিটালস’র খেলোয়াড়রা ...

চট্টগ্রাম: নগরের এমএ আজিজ স্টেডিয়ামে বিপিএল এর দল ঢাকা ক্যাপিটালস এবং যুব উন্নয়ন সংগঠন রাইসজেন বাংলাদেশের যৌথ আয়োজনে ‘টু গেদার উই রাইজ’ শীর্ষক একটি বিশেষ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।  

অনুষ্ঠানে বিএন আশার আলো স্কুলের বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা ঢাকা ক্যাপিটালস এর দেশি-বিদেশি খেলোয়াড়দের সঙ্গে দিনটি কাটায় আনন্দমুখর আড্ডা, ক্রিকেট খেলা এবং ফটোশুটে।

 

ঢাকা ক্যাপিটালস এর খেলোয়াড়রা শিশুদের সঙ্গে ক্রিকেট খেলে এবং স্মৃতির ঝুলিতে জমা করে বিশেষ মুহূর্ত।  

ঢাকা ক্যাপিটালস এর সিইও আতিক ফাহাদ বলেন, তাদের মুখে হাসি ফোটানো আমাদের জন্য পরম আনন্দের।

ক্রিকেটের মাধ্যমে সমাজের প্রতিটি স্তরে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব, এ ধরনের আয়োজন তারই উদাহরণ।

বিএন আশার আলো স্কুলের প্রিন্সিপাল লেফটেন্যান্ট কমোডর শরিফুল ইসলাম বলেন, বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা এই আয়োজনের মাধ্যমে নিজেদের বিশেষ গুরুত্বপূর্ণ অনুভব করেছে। এটি তাদের মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।  

রাইসজেন বাংলাদেশের প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ তানভীর উল আলম ফাহিম বলেন, এ ধরনের আয়োজনে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য সমাজের দৃষ্টিভঙ্গি বদলাতে সহায়ক ভূমিকা পালন করে। আমরা ভবিষ্যতে আরও এমন উদ্যোগ নিতে আগ্রহী।

এছাড়াও রাইসজেন বাংলাদেশ এর পক্ষ হতে উপস্থিত ছিলেন এর দুই সহ-প্রতিষ্ঠাতা মুবাশ্বীর মুস্তাকিম মিনার ও আহনাফ আমিন খান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা ক্যাপিটালস এর কোচ খালেদ মাহমুদ সুজন, থিসারা পেরেরা, সাব্বির রহমান, মুনেম শাহরিয়ার, স্টিফেন এস্কিনাজি, ফারমানুল্লাহ শাফি, জেপি কোয়েটজে, শাহাদাত হোসেন দীপু, আলাউদ্দিন বাবু।

বাংলাদেশ সময়: ২০৫৫ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০২৫
পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।