চট্টগ্রাম: চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে অভিযান চালিয়ে ১১ দালালকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র্যাব)।
রোববার (১৯ জানুয়ারি) সকালে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
জানা গেছে, আটক ১১ জনের মধ্যে তিনজনকে ১৫দিন ও ৫ জনকে সাতদিন কারাদণ্ড দেওয়া হয়।
চট্টগ্রাম জেলা প্রশাসন নির্বাহী ম্যাজিস্ট্রেট ইউসুফ হাসান সাংবাদিকদের জানান, হাসপাতালে চালানো অভিযানে দালাল চক্রের ১১ জনকে আটক করে র্যাব।
তাদের অপরাধের ধরণ অনুযায়ী বিভিন্ন ৮ জনকে বিভিন্ন মেয়াদে সাজা ও ৩ জনকে জরিমানা করা হয়।
ভবিষ্যতেও এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান র্যাব-৭ এর উপ অধিনায়ক মেজর সানরিয়া চৌধুরী।
বাংলাদেশ সময়: ২২০০ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০২৫
এমআর/পিডি/টিসি