ঢাকা, বুধবার, ৩০ বৈশাখ ১৪৩২, ১৪ মে ২০২৫, ১৬ জিলকদ ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

শিল্পকলায় আন্তর্জাতিক আলোকচিত্র প্রদর্শনী শুক্রবার

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৩৮, ফেব্রুয়ারি ২০, ২০২৫
শিল্পকলায় আন্তর্জাতিক আলোকচিত্র প্রদর্শনী শুক্রবার ...

চট্টগ্রাম: আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষ্যে চিত্রচিন্তা ফটোগ্রাফার্স সার্কেলের আয়োজনে দুইদিনব্যাপী আন্তর্জাতিক আলোকচিত্র প্রদর্শনী ২১ ও ২২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে।  

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) বিকাল ৫টায় চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির গ্যালারি হলে আলোকচিত্র প্রদর্শনীর অনুষ্ঠান উদ্বোধন করবেন অনুবাদক ও শিল্প সমালোচক আলম খোরশেদ।

 

অনুষ্ঠানে অতিথি হিসেবে থাকবেন আলোকচিত্রী মউদুদুল আলম, দেবপ্রসাদ দাস দেবু, শোয়েব ফারুকী ও ডা. ইব্রাহীম ইকবাল।  

এ প্রদর্শনীতে আর্জেন্টিনা, ব্রাজিল, ইরাক, ইরান, সংযুক্ত আরব আমিরাত সহ বিশ্বের ২০টি দেশের অর্ধশতাধিক পুরস্কারপ্রাপ্ত ছবি প্রদর্শিত হবে।

প্রতিদিন বিকাল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রদর্শনীতে ছবি দেখার আহ্বান জানিয়েছেন চিত্রচিন্তার সাধারণ সম্পাদক আলোকচিত্রী আহমেদ রাসেল।

বাংলাদেশ সময়: ১৩৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০২৫
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।