ঢাকা, শনিবার, ৪ শ্রাবণ ১৪৩২, ১৯ জুলাই ২০২৫, ২৩ মহররম ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

ছিনতাইকারী চক্রের ১০ সদস্য গ্রেপ্তার

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৫৬, ফেব্রুয়ারি ২০, ২০২৫
ছিনতাইকারী চক্রের ১০ সদস্য গ্রেপ্তার ...

চট্টগ্রাম: নগরের চান্দগাঁও থানাধীন বহদ্দারহাট এক কিলোমিটার রাহাত্তারপুল এলাকায় অভিযান চালিয়ে ছিনতাইকারী চক্রের সক্রিয় ১০ জন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।  

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে তাদের গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তারকৃতরা হলেন-মো.ওসমান গনি (২৫), মো.দেলোয়ার হোসেন (২৫), মো.আরমান (৩১), মো.ইব্রাহিম (২৯), মো.রাজু (২৯), বিজয় বড়ুয়া (২৩), মো.আজগর আলী (২১), মো.ইমরান হোসেন বাপ্পী (২১), মো.সুমন (২৮) ও মো.কবির (৪২)।

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আফতাব উদ্দিন জানান, রাহাত্তারপুল এলাকা থেকে ছিতনাইকারী চক্রের সক্রিয় ১০ জন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

তাদের বিরুদ্ধে থানায় নিয়মিত মামলা করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০২৫
এমআই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।